অক্ষর definitions

Bangla-Tangla Dictionary
অক্ষর – letter of the alphabet
Samsad Bengali-English Dictionary
অক্ষর [ akṣara ] n any of the letters of the alpha bet; a syllable; (fig.) a symbolic letter. ~জীবী, ~জীবক n. a scribe; a copyist; a printer or compositor, a writer. ~পরিচয় n. acquaintance with the alphabet; commencement of education; literacy; (fig.) elementary knowledge. ~বিন্যাস n. the characteristic style of handwriting. ~বৃত্ত n. (pros.) a system of versification in which the number of letters and not the sounds in a line is taken into account. ~মালা n. the alphabet. ~যোজক n. a compositor. অক্ষরীকরণ n. transliteration. অক্ষরে অক্ষরে to the letter, word for word. verbatim; (fig.) with strict exactitude, rigorously. genitive of অক্ষ: অক্ষ [ akṣa ] n any of the three long cubes marked with dots thrown at dice-playing; a die; a kind of seed used as bead; (geog.) the axis of the equator; (geog.) latitude; (astr.) the angular distance of any star or planet from the solar orbit, the orbit of a heavenly body; (astrol.) the shape of the zodiac; (zoo.) the sec and vertebra of the neck; an axle; a sense-organ (অধোক্ষজ) . ~ n. the collar-bone, the clavicle; a dice player. ~কর্ণ n. (geom.) a hypotenuse. ~ক্রীড়া n. game of dice; diceplay. ~দণ্ড n. (geog.) the axis of the equator, the minor axis. ~ধুরা n. the front portion of a wheel, an axis; the pole of a cart. ~ধূর্ত n. an ex pert or clever dice-player. ~পাটি n. any of the long cubes marked with dots thrown at dice-playing. ~বাট n. dice-board; arena for wrestling; wrestling ground; gymnasium. ~বিচলন n. (astr.) nutation. ~বিৎ, ~বিদ, ~বেত্তা a. versed in law or diplomacy; clever at dice-game. ☐ n. a lawyer; a diplomat; an expert dice-player. ~বৃত্ত, ~সমান্তরাল n. (geog.) the parallels of latitude. ~মালা, ~সূত্র n. a string of beads, a rosary. ~শক্তি n. the Axis Powers in the World War II.
Samsad Bangla Abhidhan
অক্ষর [ akṣara ] বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাৎ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। ☐ বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ~জীবী (বিন্), ~জীবক, ~জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বৎসর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ~বিন্যাস বি. বর্ণ সংস্থাপন, লিখনপ্রণালী। ~বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ~মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। genitive of অক্ষ: অক্ষ [ akṣa ] বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্থি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্থ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ~ বি. 1 কণ্ঠাস্থি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ~কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ~কুশল, ~কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ~ক্রীড়া বি. পাশাখেলা। ~ বিণ. ইন্দ্রিয়জাত। ☐ বি. 1 বজ্র; 2 হীরক। ~দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ~ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ~ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ~পাটি বি. পাশা। ~বতী বি. পাশা খেলা। ~বাট বি. পাশা খেলার স্থান। ~বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ~বিদ, ~বিৎ, ~বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ~বৃত্ত, ~রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ~মদ বি. পাশা খেলার নেশা। ~মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ~শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ~সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ~মূত্র বি. জপমালা।

Processing time: 1.25 s