অণু definitions

Bangla-Tangla Dictionary
অণু – atom
Samsad Bengali-English Dictionary
অণু [ aṇu ] a very small, minute (অণু পরিমাণ); a little, a bit ☐ n. the subtlest or smallest part of anything; just a little amount or portion; a molecule. ~বীক্ষণ n. a microscope. ~ভা n. a lightning. ~মঞ্জরি n. (bot.) spikelet. ~মাত্র a. just a little; infinitesimal; least (অণুমাত্র সন্দেহ).
Samsad Bangla Abhidhan
অণু [ aṇu ] বিণ. 1 ক্ষুদ্র; 2 অল্প, ঈষৎ (অণু পরিমাণ)। ☐ বি. 1 সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; 2 পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule; 3 (অশু.) পরমাণু, atom. [সং. √ অণ্+উ]। ~চ্ছেদ বি. পরিচ্ছেদের অংশ, paragraph. ~তরঙ্গ বি. ক্ষুদ্র (শব্দ) তরঙ্গ, microwave (পরি.)। ~বীক্ষণ বি. চক্ষুর অগোচর অতি সূক্ষ্ম পদার্থ দেখবার যন্ত্রবিশেষ, microscope (পরি.)। ~ভা বি. বিদ্যুৎ, অতি অল্পসময়ের জন্য যা আলো দেয়। ~মঞ্জরি বি. ফুলের বৃহত্তম ছড়ার অংশভূত ক্ষুদ্রতর ছড়া, spikelet (বি. প.)। ~মাত্র বিণ. সামান্য, অল্প পরিমাণ।

Processing time: 1.26 s