আচ্ছা definitions

Bangla-Tangla Dictionary
আচ্ছা [interjection] indicates understanding
Samsad Bengali-English Dictionary
আচ্ছা [ ācchā ] int well; yes; fine; that's right. ☐ a. good, excellent; (iron.) fine (আচ্ছা বুদ্ধি) ; perfect (আচ্ছা সাধু) ☐ adv. thoroughly (usu. আচ্ছামতো). আচ্ছা ঘা কতক দেওয়া to give a good or sound drubbing, to give a good licking, to beat soundly.
Samsad Bangla Abhidhan
আচ্ছা [ ācchā ] অব্য. সম্মতিসূচক বা স্বীকারসূচক শব্দ (আচ্ছা, তাই হবে); ধরা যাক (আচ্ছা তাই যেন হল)। ☐ বিণ. ক্রি-বিণ. 1 বেশ, ভালো, উত্তম, খুব (আচ্ছা সেজেছে, আচ্ছা বলেছ ভাই); 2 (ব্যঙ্গে) বিলক্ষণ (আচ্ছা সাধুর পাল্লায় পড়েছ); 3 চমৎকার (আচ্ছা বুদ্ধি বটে তোমার, আচ্ছা কথা শুনিয়ে দিলাম)। [সং. অস্তু ? অচ্ছ?]।

Processing time: 1.26 s