কেঁদে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of কাঁদা: কাঁদা – to cry
Samsad Bengali-English Dictionary
perfective participle of কাঁদা: কাঁদা [ kān̐dā ] v to weep, to shed tears. ~কাটি, ~কাটা n. repeated or continuous weeping; lamentation; humble and importunate solicitation. কাঁদাকাটি করা v. to weep bitterly; to lament; to solicit humbly and importunately. কাঁদানে same as কাঁদানো (a.) কাঁদানো v. to cause to weep. কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা v. to attract a crowd of people by loud lamentation or wailing.
Samsad Bangla Abhidhan
perfective participle of কাঁদা: কাঁদা [ kān̐dā ] ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা। ☐ বি. রোদন, ক্রন্দন। [বাং. √ কাঁদ্ + আ]। কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়। ~নে বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)। ~নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। ☐ বি. উক্ত অর্থে। কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা। ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা। গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা। ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিৎকার করে কাঁদা। ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে। ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না। কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)। perfective participle of কাঁদা: কাঁদুনি, কাঁদনি [ kān̐duni, kān̐dani ] বি. 1 কান্না; বিলাপ; 2 কাতরোক্তি; কাতরতা; সকাতরে আবেদন-নিবেদন। [কাঁদা দ্র]। কাঁদুনি গাওয়া ক্রি. বি. সকাতরে অনুযোগ করা বা দুঃখ-অভাব-অভিযোগ প্রভৃতি প্রকাশ করা।

Processing time: 1.21 s