ঘাটে definitions

Bangla-Tangla Dictionary
locative of ঘাট: ঘাট – wide steps on a river bank for accessing the river
Samsad Bengali-English Dictionary
locative of ঘাট: ঘাট1 [ ghāṭa1 ] n a fault, a slight offence, a failing, a shortcoming; shortage, want (গুণে ঘাট নেই). ঘাট মানা v. to own or acknowledge a fault or failing; to apologize for a fault or failing. ঘাট হওয়া v. to be in fault. locative of ঘাট: ঘাট2 [ ghāṭa2 ] n a landing-stage (as on the bank of a river, pond etc.) a ghat, a quay, a wharf, a moorage, a mooring; (of a harmonium) a reed, (of a stringed musical instrument) a bridge; a mountain or mountain range (পূর্বঘাট, পশ্চিমঘাট); a mountain-pass, a gorge, a ghat. ~ওয়াল var. of ঘাটোয়াল । ~লা n. a brick-built or stone-built landing-stair (as on the bank of a pond). ~কামান n. the practice (among Hindus) of shaving head, chin etc. of sons when their period of mourning is over. ঘাটের মড়া (lit.) a corpse for cremation or burial; a per son having one-foot in the grave; (as an abuse) a haggard and ghostly-looking person. সাত ঘাটের জল খাওয়া (fig.) to knock at every door only to be dis appointed or harassed.
Samsad Bangla Abhidhan
locative of ঘাট: ঘাট1 [ ghāṭa1 ] বি. 1 ত্রুটি, অপরাধ (আমার ঘাট হয়েছে, ঘাট স্বীকার করছি) ; 2 ন্যূনতা, ঘাটতি, কমতি (গুণের ঘাট নেই)। [হি. ঘাটি]। ~তি বি. 1 কমতি, অভাব (টাকার ঘাটতি নেই); 2 লোকসান (ব্যাবসায় ঘাটতি)। ঘাট মানা ক্রি. ত্রুটি স্বীকার করা; ত্রুটি স্বীকার করে নত হওয়া। ঘাটতি-বাড়তি বি. অল্পাধিক্য, কম-বেশি। locative of ঘাট: ঘাট2 [ ghāṭa2 ] বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্থান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্থান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ~খরচ, ~খরচা বি. মড়া পোড়াবার খরচ। ~লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষৎ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক।

Processing time: 1.21 s