চূর্ণ definitions

Bangla-Tangla Dictionary
চূর্ণ – powder (+ করা = to pulverize)
Samsad Bengali-English Dictionary
চূর্ণ [ cūrṇa ] n powder, dust; lime; coloured powder thrown at one another on the holi (হোলি) festival. ☐ a. pulverized, powdered; broken; fractured (অস্থি চূর্ণ হওয়া); utterly destroyed (আশা চূর্ণ হওয়া.). ~কার n. a manufacturer of lime (by trade or caste). ~কুন্তল n. forelock; a ringlet. ~ n. pulverization; act of breaking; act of fracturing; utter destruction. ~নীয় a. pulverizable; break able; frangible; easily fractured; destructible; that which is to be pulverized or broken or destroyed. ~বিচূর্ণ a. broken to pieces, broken to smithereens; utterly pulverized; utterly destroyed. চূর্ণিত, চূর্ণীকৃত, চুর্ণীভূত a. pulverized, powdered; broken; fractured; utterly destroyed.
Samsad Bangla Abhidhan
চূর্ণ [ cūrṇa ] বি. 1 গুঁড়ো (আমলকী চূর্ণ); 2 চুন; 3 আবির। ☐ বিণ. 1 চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন (পাথরটা চূর্ণ হয়ে গেছে); 2 একেবারে বিধ্বস্ত বা বিনষ্ট (গর্ব চূর্ণ হয়েছে)। [সং. √চূর্ণ্ + অ]। ~কার বি. চুনারি জাতি, চুন প্রস্তুতকারী। ~কুন্তল বি. কোঁকড়ানো চুল; চুলের ছোট স্তবক বা গুচ্ছ। ~ বি. গুঁড়ো করা। ~নীয় বিণ. চূর্ণনযোগ্য, গুঁড়ো করার উপযুক্ত। ~বিচূর্ণ বিণ. একেবারে চূর্ণ (আয়নাটা চূর্ণবিচূর্ণ হয়ে গেল); সম্পূর্ণ ধ্বংস (অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল)। চূর্ণিত, চূর্ণী-কৃত বিণ. গুঁড়ো করা হয়েছে এমন; ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট। চূর্ণী-ভূত বিণ. গুঁড়ো হয়েছে এমন।

Processing time: 1.24 s