চোর definitions

Bangla-Tangla Dictionary
চোর – thief
Samsad Bengali-English Dictionary
চোর [ cōra ] n a thief; a pilferer; a stealthy man. ~কাঁটা n. a kind of prickly thistle that sticks fast to the clothes of a passer-by, bur, burr. ~কুঠুরি n. a secret chamber; a secret recess or cupboard in the wall of a room. চোর-চোর খেলা a game of hide and-seek in which some children act as policemen and the rest as thieves. চোরছ্যাঁচড় n. pl. thieves and swindlers. চোরে চোরে মাসতুতো ভাই (fig.—dero.) birds of the same feather (flock together). চোরের ধন বাটপাড়ে খায় (fig.) ill earned money has to be lost for nothing. চোরের মার বড় গলা (fig.) an inveterate sinner is always the loudest in denunciation.
Samsad Bangla Abhidhan
চোর [ cōra ] বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ~নি। ~কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ~কুঠুরি বি. গুপ্তকক্ষ। ~চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলা বিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাৎ অসৎ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসৎ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে।

Processing time: 2.46 s