জনগণ definitions

Bangla-Tangla Dictionary
জনগণ – the common people
Samsad Bengali-English Dictionary
জন [ jana ] n a person, a man (শতজন); a labourer (জন খাটানো); the common people, the masses, demos (জননেতা). ☐ in comp. a person, a head (দশজন, দুজন). জনকল্যাণ n. welfare of the people, masses etc. জন খাটা v. to work as a labourer. জন খাটানো v. to supervise labourers at work, to requisition the service of a labourer. ~গণ same as ~সাধারণ । ~গণনা n. census. ~গণেশ n. the presiding god of the common people or the proletariat. জনগণের দাবি public demand. ~গোষ্ঠী n. a clan; a tribe. ~তা n. an assembly or crowd of persons; a mob; the rabble; (pol.) the proletariat. অবৈধ জনতা an unlawful assembly. ~নায়ক, ~নেতা n. a leader of the people; a demagogue. ~পদ n. any human habitation with distinct boundary lines such as a village or a town, a settlement, a township. ~পদবধূ n. a prostitute, a whore. জনপালন কৃত্যক civil service. ~প্রবাদ n. hearsay, a rumour. ~প্রাণী n. a single person or creature. ~প্রিয় a. popular. ~প্রিয়তা n. popularity. ~বল same as লোকবল । ~বসতি n. human habitation, habitation. ~বহুল a. populous, numerously inhabited, thickly populated, congested, crowded. ~বিরল a. sparsely inhabited or populated; almost desolate. ~মজুর n. a labourer (chiefly a temporarily hired one). ~মত n. popular opinion or verdict, public opinion. ~মানব n. (even) a single human being. ~মানবহীন a. desolate, to tally desolate; lonely, deserted. ~মুখী a. aimed at the benefit of the people. ~যুদ্ধ n. people's war. ~রব n. hearsay; a rumour. ~লোক n. (myth.) the fifth of the seven heavens which is the abode of pious people after their death. ~শূন্য a. desolate. ~শ্রুতি n. hearsay, a rumour. ~সংখ্যা n. population. ~সংঘ n. a people's society; a society for public welfare, a social service or welfare institution. ~সংভরণ n. civil supply. ~সভা n. mass meeting, public meeting. ~সমক্ষে adv. publicly, before everybody's eyes, openly. ~সমষ্টি n. same as জনগণ and জনসাধারণ । ~সমাজ n. the human society. ~সমাবেশ n. a gathering (of people, crowds etc.), an assembly, an assemblage of people. ~সমুদ্র n. (lit.) a sea of people; a great multitude of people, a vast concourse of people. ~সাধারণ n. the common people; the masses; the public; (pol.) the proletariat. ~স্বাস্থ্য n. public health. ~স্রোত n. a stream of people. ~হিতকর a. beneficial to the public, doing good to the people; philanthropic. ~হীন a. desolate. জনে জনে one after another; one by one; individually; severally.
Samsad Bangla Abhidhan
জন [ jana ] বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। ☐ বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ~গণ জনসাধারণ -এর অনুরূপ। ~গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ~গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ~গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ~তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ~নেতা, ~নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ~পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্থান; 2 শহর। ~পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ~প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ~প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ~প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ~বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ~বসতি বি. লোকজনের বাস বা বাসস্থান। ~বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ~মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ~মত বি. অধিকাংশ লোকের মত। ~মানব জনপ্রাণী -র অনুরূপ। ~যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ~রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ~লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্থ লোক। ~শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ~শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ~শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ~সংখ্যা বি. কোনো স্থানের অধিবাসীদের সংখ্যা, population. ~সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্থা, civil supply (স. প.)। ~সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্থাপন। ~সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ~সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ~সমাজ বি. মানুষের সমাজ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ~সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ~সেবা বি. মানুষের সেবা। ~স্থান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্থানবিশেষ। ~স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ~হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ~হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। জনগণ, জনগণেশ, জনতা [ janagaṇa, janagaṇēśa, janatā ] দ্র জন

Processing time: 1.19 s