ঝাড়েন definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of ঝাড়া: ঝাড়া – to dust, to empty (especially by shaking upside down), to offload
Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful present simple tense of ঝাড়া: ঝাড়া [ jhāṛā ] v to thresh or beat out grain from (corn etc.) to separate chaff from grain, to winnow (চাল ঝাড়া); to dust, to brush, to remove dust or dirt by shaking or with a piece of cloth or some sort of duster; to empty or re move contents of (bags etc.), to shake out contents of vessels, bags etc. (ঝুলি ঝাড়া); to throw brickbats or other missiles (মাথার ইট ঝাড়া); to show ill-temper, to vent one's spleen (গায়ের ঝাল ঝাড়া); to exorcise (ভূত ঝাড়া). ☐ a. threshed or winnowed or cleaned (ঝাড়া চাল). ☐ n. threshing or winnowing; dusting and cleaning, brushing; emptying contents of. ঝাড়া দুই ঘন্টা for full two hours, for two hours at a stretch. ঝাড়পোঁছ n. sweeping and cleaning. ঝাড়াপোঁছা same as ঝাড়পোঁছ । ঝাড়ফুঁক n. exorcising of evil spirit by uttering charms and incantations. ঝাড়ানো v. to cause to thresh and winnow, to expel evil spirit etc., to exorcise.
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful present simple tense of ঝাড়া: ঝাড়া [ jhāṛā ] ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবৎ, সম্পূর্ণ (ঝাড়া মুখস্থ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুৎকার প্রভৃতি। ~ বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ~ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ~নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ~বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই।

Processing time: 1.25 s