দিনের definitions

Bangla-Tangla Dictionary
genitive of দিন: দিন – day
Samsad Bengali-English Dictionary
genitive of দিন: দিন1 [ dina1 ] n a day (in all senses); the time of light from sunrise to sunset; twenty-four hours from one sunrise to the next; a sidereal day; (astr. & astrol.) a lunar day; daily working period or hours; a length of time, a period (দীর্ঘদিন); time of existence, duration of life (তার দিন ফুরিয়েছে); an age or a point of time (সেদিন আর নেই); time (আমার দিন কাটে না); an auspicious or favourable time (যদি দিন আসে). দিন কাটানো same as দিন যাপন করা । দিন গোনা v. (fig.) to look forward to eagerly (esp. for a long time). ~কর n. the sun. ~কল n. present time or times (দিনকাল বড় খারাপ). ~ক্ষণ n. (astrol.) suitability or auspiciousness of a day for doing something. ~ক্ষণ n. a conjunction of three lunar days in one sidereal day. ~ক্ষেপ, ~ক্ষেপণ same as দিনযাপন । ~গত a. pertaining to a day; daily, diurnal. দিনগত পাপক্ষয় (lit. but rare) sacramental and other purifications prescribed for the daily life; (pop. & dero.) the routine drudgery or monotonous toil of daily life. ~দগ্ধা n. (astrol.) an inauspicious day for doing anything. দিন দিন adv. day by day; gradually; everyday, daily. ~দুপুরে adv. in broad daylight. ~নাথ, ~পতি n. the sun. ~পঞ্জি n. day-to-day record of events, a diary. ~পঞ্জিকার n. a diarist. ~পত্রী n. a daily journal, a diary. ~পাত same as দিনযাপন । ~ভর adv. all day long, throughout the day. ~মজুর n. a day-labourer. ~মণি n. the sun. ~মান n. the time of light from sunrise to sunset, daytime. দিন মাইনে n. daily wage. ~যাপন n. spending a day. দিনযাপন করা v. to spend one's days, to pass one's time, to lead a life; to spend a day. ~রাত n. day and night. ☐ adv. at all hours of the day and night, constantly, always. ~লিপি n. a diary. ~শেষ n. close or end of a day, the evening. দিনাতিপাত করা v. spend days. দিনে-ডাকাতি robbery in broad day light; (fig.) an extremely daring villainy or misdeed. দিনকে রাত করা (fig.) to exaggerate beyond recognition; to tell a downright lie. দিনে দিনে day by day, gradually. দিনেদুপুরে more pop. var. of দিনদুপুরে । দিনের আলো the light of the day, daylight. দিনের নাগাল পাওয়া to be in sight of better days. genitive of দিন: দিন2 [ dina2 ] n (Mus.) religion, faith. ~দুনিয়ার মালিক God (or Allah) as the Lord of the (Islamic) faith and of the world.
Samsad Bangla Abhidhan
genitive of দিন: দিন1 [ dina1 ] বি. ধর্ম (দিন-ই-ইলাহি)। [আ. দীন]। genitive of দিন: দিন2 [ dina2 ] বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ☐ ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ~. কর, ~. নাথ, ~. পতি, ~. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ~কাল (আল.) বি. সময় ও অবস্থা (দিনকাল বড় খারাপ)। ~ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্থা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ~ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ~গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ~দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ~পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ~পাত, ~যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া দিন কাটা -র অনুরূপ। ~মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ~মণি দ্র দিনকর। ~মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ~রাত্রি বি. দিন ও রাত্রি। ☐ ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ~লিপি বি. ডায়েরি, রোজনামচা। ~শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ।

Processing time: 1.25 s