ধারে definitions

Bangla-Tangla Dictionary
locative of ধার: ধার
1. debt, credit (+ করা = to borrow), (+ দেওয়া = to lend)
2. edge, side, sharpness, vicinity

3rd person ordinary present simple tense of ধারা:
ধারা – to owe, (ধার + ~ = to bother oneself at all about something)

Samsad Bengali-English Dictionary
locative of ধার: -ধার1 [ -dhāra1 ] a (used as a sfx.) holding or grip ping (কর্ণধার). locative of ধার: ধার2 [ dhāra2 ] n a stream or flow (অশ্রুধার). locative of ধার: ধার3 [ dhāra3 ] n an edge, a border, a brim, a brink, a brow (পথের ধার, নদীর ধার, পাহাড়ের ধার); a side or face (এধারে, ওধারে); proximity, approach, contiguity, vicinity (বাড়ির ধারে, ধারেকাছে); sharpness, edge (ছুরির ধার); keenness (বুদ্ধির ধার); intelligence or wit; debt, loan (বাজারে অনেক ধার); credit (ধারে কেনা); concern, connection (ধার ধারা). ধার করা v. to borrow; to sharpen, to whet. ধার দেওয়া v. to lend; to sharpen, to whet. ধার ধারা v. to be indebted to, to have any concern with; to care for, to pay heed to. ধার হওয়া v. to be in debt. ধারে কেনা বা বেচা v. to buy or sell on credit. ধারে কেনা-বেচা buying and selling on credit. হয় ধারে কাটা নয় ভারে কাটা (fig.) to pass or be counted highly on account of merit or prestige and position or weight and importance. ধারে ডোবা v. to be deeply involved in debt, to be over head and ears in debt. 3rd person ordinary present simple tense of ধারা: ধারা1 [ dhārā1 ] v to owe (টাকা ধারা); to have any connection or concern with (কারও বা কিছুর ধার ধারা).
Samsad Bangla Abhidhan
locative of ধার: ধার1 [ dhāra1 ] বি. (প্রত্যয়রূপে ব্যবহৃত) ধারণকারী (সূত্রধার, কর্ণধার)। [সং. √ ধৃ + অ]। locative of ধার: ধার2 [ dhāra2 ] বিণ. (সচ. কাব্যে) জল প্রভৃতি তরল পদার্থের পতন বা ধারা (অশ্রুধার)। [ধারা2 দ্র]। locative of ধার: ধার3 [ dhāra3 ] বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)। [বাং. ধার < সং. √ ধৃ + অ]। ধার করা ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া। ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া। ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা ('কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি': সু. রা.)। ধার নেওয়া-ধারকরা -র অনুরূপ। ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া। ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া। ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া। 3rd person ordinary present simple tense of ধারা: ধারা1 [ dhārā1 ] ক্রি. ঋণী হওয়া বা থাকা (তার কাছে আমি অনেক টাকা ধারি); 2 সংস্রব রাখা (কারও ধার ধারি না)। [বাং. ধার 3 + আ]।

Processing time: 1.25 s