নাই definitions

Bangla-Tangla Dictionary
নাই – Variant of নেই and নি

emphatic of না:
না – no, verb suffix for negation (+ করে দেওয়া = to say "no", to forbid)

1st person present simple tense of নাওয়া:
নাওয়া – to bathe [archaic]

1st person present imperative tense of নাওয়া:
নাওয়া – to bathe [archaic]

emphatic of 2nd person intimate present imperative tense of নাওয়া:
নাওয়া – to bathe [archaic]

Samsad Bengali-English Dictionary
নাই2 [ nāi2 ] n (rare) a barber. নাই3 [ nāi3 ] n the navel; (of a wheel) a nave, a hub; a wedge; an anvil. নাই4 [ nāi4 ] n indulgence, pampering. কুকুর নাই পেলে মাথায় চড়ে (lit.) fondle a mongrel and it will jump up on your head, (fig.) a saucy scamp scandalizes his patron. নাই5 [ nāi5 ] adv not (যাই নাই, আসে নাই). emphatic of না: না1 [ nā1 ] pfx indicating: negation, absence, opposition etc. নামঞ্জুর . emphatic of না: না2 [ nā2 ] n a boat; a canoe, a dug-out. emphatic of না: না3 [ nā3 ] adv not; no; nay. ☐ int. expressing: question (পড়তে বসবে না ?); request or insistence, please (দুটো টাকা দাও না); doubt or uncertainty, will it or will it not, will there be or will there not be (বৃষ্টি হবে, না ?); want or excess, how much or how many, what a (সংসারে কত না জ্বালা); amazement (আগুনেও সে পোড়ে না); sorrow or exception or complaint (যাও-আমায় দিলে না তো); contempt or ridicule (পারলে না তো). ☐ con. or, nor না রাম না গঙ্গা . ☐ prep. without (না বুঝে). ☐ in comp. no, not, non-, un(না ধর্মী). না রাম না গঙ্গা (fig.) neither fish nor fowl. 1st person present simple tense of নাওয়া: নাওয়া [ nāōẏā ] v to bathe, to have a bath or washing. ☐ n. bathing, washing, bath, ablution. নওয়ানো v. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water. 1st person present imperative tense of নাওয়া: নাওয়া [ nāōẏā ] v to bathe, to have a bath or washing. ☐ n. bathing, washing, bath, ablution. নওয়ানো v. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water. emphatic of 2nd person intimate present imperative tense of নাওয়া: নাওয়া [ nāōẏā ] v to bathe, to have a bath or washing. ☐ n. bathing, washing, bath, ablution. নওয়ানো v. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water.
Samsad Bangla Abhidhan
নাই1 [ nāi1 ] অব্য. 1 ক্রিয়ার অসমাপ্তি বা অভাবসূচক (যার নাই, ঘরে ফেরে নাই); 2 প্রশ্নসূচক (এখনও আসে নাই?)। [তু. বাং. নাহি < সং. নাস্তি]। নাই2 [ nāi2 ] বি. আশকারা, লাই, প্রশ্রয় (কুকুরকে নাই দিলে মাথায় ওঠে)। [নাই < নেই < নেহ < সং. স্নেহ]। নাই3 [ nāi3 ] বি. 1 নাভি (নাইয়ের চারিদিকে ব্যথা); 2 চক্র ইত্যাদির কেন্দ্রস্থল; 3 কীলক; 4 কামারের নেহাই। [সং. নাভি]। নাই4 [ nāi4 ] বি. নাপিত। [সং. নাপিত]। নাই5 [ nāi5 ] ক্রি. স্নান করি।[বাং. √ নাহ ধাতুর উত্তম পুরুষের রূপ]। নাই6 [ nāi6 ] ক্রি. 1 অভাবার্থক নেই অর্থে বর্তমান কালে (আমার টাকা নাই, সে এখানে নাই, 'নাই নাই ভয়': রবীন্দ্র); 2 অনুচিত (অমন কথা বলিতে নাই)। ☐ বিণ. 1 অবিদ্যমান (নাই মামার চেয়ে কানা মামা ভালো) 2 অভাবে পীড়িত (নাইঘরে খাঁই)। [সং. নাস্তি > প্রাকৃ. নাত্থি > হি. নাহি]। emphatic of না: না1 [ nā1 ] নঞর্থক উপসর্গবিশেষ (নাহক, নারাজ, নাবালক)। emphatic of না: না2 [ nā2 ] বি. (আঞ্চ.) নৌকা ('না নিয়ে গেল বোয়ালমাছে': ছড়া)। [বাং. নাও < সং. নৌ]। emphatic of না: না3 [ nā3 ] অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্ন ও উত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ~বাচক, ~ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 1st person present simple tense of নাওয়া: নাওয়া, নাহা [ nāōẏā, nāhā ] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। ~নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। 1st person present imperative tense of নাওয়া: নাওয়া, নাহা [ nāōẏā, nāhā ] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। ~নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। emphatic of 2nd person intimate present imperative tense of নাওয়া: নাওয়া, নাহা [ nāōẏā, nāhā ] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। ~নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

Processing time: 1.35 s