নির্বাচিত definitions

Bangla-Tangla Dictionary
নির্বাচিত – elected
Samsad Bengali-English Dictionary
নির্বাচিত [ nirbācita ] a elected, returned (নির্বাচিত সদস্য); selected. fem. নির্বাচিতা । নির্বাচিত করা v. to elect, to return; to select.
Samsad Bangla Abhidhan
নির্বাচন [ nirbācana ] বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্থিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্থাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। ~কেন্দ্র, ~ক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন।

Processing time: 1.23 s