পাড়ার definitions

Bangla-Tangla Dictionary
genitive of পাড়া: পাড়া
1. neighborhood
2. to pluck, to bring down, to lower
Samsad Bengali-English Dictionary
genitive of পাড়া: পাড়া1 [ pāṛā1 ] v to bring down (নারকেল পা়ড়া, তাক থেকে পাড়া); to pluck (ফুল পাড়া); to knock down (ভীম কীচককে পেড়ে ফেললেন); to cause to take to one's bed, to prostrate (জ্বরে তাকে পেড়ে ফেলেছে); to lay out (বিছানা পাড়া = to make a bed); to lay as eggs (ডিম পাড়া = to lay an egg); to pronounce loudly (গাল পাড়া = to shout abuses at); to invoke as in solemn appeal (দোহাই পাড়া = to invoke as in solemn appeal, to call down or upon); to remove, to clear (এঁটো পাড়া = to clear the table). genitive of পাড়া: পাড়া2 [ pāṛā2 ] n a small area of human habitation containing a cluster of houses, a locality (গোয়ালপাড়া). পাড়া বেড়ানো . v. to stroll about idly in the neighbourhood, to go round the locality.
Samsad Bangla Abhidhan
genitive of পাড়া: পাড়া1 [ pāṛā1 ] ক্রি. বি. 1 পাতিত করা (ফল পাড়া, গাছ থেকে পেড়েছি); 2 নামানো (তাক থেকে বই পাড়া); 3 কাবু করা (জ্বরে তাকে পেড়ে ফেলেছে); 4 উত্থাপন করা (তার কাছে কথাটা আজই পাড়ব); 5 আঘাত করে ভূতলশায়ী করা (এক ঘায়ে তাকে পেড়ে ফেলেছে); 6 প্রসব করা (ডিম পাড়া); 7 উচ্চস্বরে উচ্চারণ করা (গালি পাড়া, ধর্মের দোহাই পাড়া); 8 পাতা, বিছানো (পাত পাড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ পাতি + বাং. আ]। ~নো ক্রি. বি. অপরের দ্বারা পাতিত করানো বা নামানো; নিদ্রায় প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)। genitive of পাড়া: পাড়া2 [ pāṛā2 ] বি. পল্লি, মহল্লা (গয়লাপাড়া, এ পাড়ায় অশান্তি নেই)। [প্রাকৃ. পাডঅ]। ~কুঁদুলি বি. বিণ. (স্ত্রী.) প্রতিবেশীদের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে বেড়ায় এমন স্ত্রীলোক। ~গাঁ বি. পল্লিগ্রাম, গ্রামাঞ্চল (পাড়াগাঁয়ে বাস করে)। ~গেঁয়ে বিণ. গ্রামে জাত; পল্লিগ্রাম-সংক্রান্ত; গ্রাম্য। ~পড়শি বি. এক পাড়ার লোক, প্রতিবেশী। পাড়া বেড়ানো ক্রি. বি. পাড়ার মধ্যে সর্বত্র ঘুরে বেড়ানো। পাড়া মাথায় করা ক্রি. বি. (আল.) চিৎকার করে পাড়ার সব লোককে ব্যতিব্যস্ত করা। genitive of পাড়া: পেড়ে2 [ pēṛē2 ] অস-ক্রি. 1 পাড়া-ক্রিয়ার অসমাপিকা রূপবিশেষ (গাছ থেকে পেড়ে আনো); 2 নীচে ফেলে (পেড়ে ফেলা)। [পাড়া দ্র]।

Processing time: 1.21 s