ফাটিয়ে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of ফাটানো: ফাটানো – to crack something open, to cause to burst
Samsad Bengali-English Dictionary
perfective participle of ফাটানো: ফাটা [ phāṭā ] v to break into chinks, to crack, to split, to rend; to chap (হাত বা পা ফাটা) ; to burst; to explode; (of a boil etc.) to burst open. ☐ a. cracked, split, rent; chapped; unlucky, unfortunate (ফাটা বরাত = bad luck). ফাটানো v. to crack, to split, to rend; to burst; to explode; to burst open. ~ফাটি n. a scuffle with shedding of blood by both sides; a stiff affray; a rowdy quarrel.
Samsad Bangla Abhidhan
perfective participle of ফাটানো: ফাটা [ phāṭā ] ক্রি. 1 বিদীর্ণ হওয়া (বুক ফেটে যায়, 'দেখিয়া পরাণ ফাটে': চণ্ডী); 2 চিরে যাওয়া, চিড় খাওয়া (তক্তা ফাটা, ছাদ ফেটে জল পড়ে); 3 ফাটানো (দেওয়ালটা ফাটাচ্ছে কেন? চেঁচিয়ে আকাশ ফাটায়)। ☐ বিণ. বিদীর্ণ। ☐ বি. 1 বিদারণ; 2 বিদীর্ণ স্থান, ফাটল। [সং. √ স্ফট্ > বাং. √ ফাট্ + আ]। ফাটা কপাল বি. দুর্ভাগ্য। ~নো ক্রি. বি. বিদীর্ণ করা, ফাড়া। ☐ বিণ. বিদীর্ণ। ~ফাটি বি. পরস্পর মারামারি; প্রবল দ্বন্দ্ব (মাথা-ফাটাফাটি)।

Processing time: 1.23 s