বর্জন definitions

Bangla-Tangla Dictionary
বর্জন – rejection (+ করা = to reject)
Samsad Bengali-English Dictionary
বর্জন [ barjana ] n act of giving up; abandonment; disownment (স্ত্রী-পুত্র বর্জন) ; boycott (বিদেশি দ্রব্য বর্জন). বর্জন করা v. to give up; to abandon; to disown; to boycott. বর্জনীয় a. fit to be given up or abandoned or disowned or boycotted. fem. বর্জনীয়া ।
Samsad Bangla Abhidhan
বর্জক [ barjaka ] দ্র বর্জন বর্জন [ barjana ] বি. 1 ত্যাগ, পরিত্যাগ, পরিহার (সীতাবর্জন, আমিষবর্জন, অভ্যাসবর্জন); 2 বয়কট (সমাজ তাকে বর্জন করেছে)। [সং. √ বৃজ্ + অন]। বর্জক বিণ. যে বর্জন বা ত্যাগ করে। বর্জনীয়, বর্জ্য বিণ. বর্জনের যোগ্য (বর্জ্য পদার্থ, এই কু-অভ্যাস বর্জনীয়)। স্ত্রী. বর্জনীয়াবর্জিত বিণ. 1 বর্জন করা বা ত্যাগ করা হয়েছে এমন, ত্যক্ত; 2 বিরহিত, বিহীন (বাহুল্যবর্জিত)। স্ত্রী. বর্জিতা বর্জিত, বর্জ্য [ barjita, barjya ] দ্র বর্জন

Processing time: 1.23 s