বুকের definitions

Bangla-Tangla Dictionary
genitive of বুক: বুক – chest (anatomy)
Samsad Bengali-English Dictionary
genitive of বুক: বুক1 [ buka1 ] n the chest, the breast; the measure of the chest; (fig.) the heart, the bosom. বুক চাপড়ানো v. to beat or slap one's own breast in order to express grief. ~জল n. chest-high water. ~জ্বালা n. burning pain in chest owing to acidity; heart-burn. বুক ঠোকা v. to strike one's own breast in order to parade one's courage. বুক ঠুকে লাগা v. to undertake or commence something slap dash. বুক ঢিপঢিপ করা same as বুক দুরদুর করা । বুক দশ হাত হওয়া same as বুক ফুলে ওঠা । বুক দিয়ে পড়া v. to set about with might and main; to come to help with might and main; to persevere doggedly. বুক দুরদুর করা to have palpitation, to feel nervous. ~ফাটা a. heart rending, extremely doleful or pathetic. বুক ফাটা v. to feel one's heart to be rending (with grief, longing etc.). বুক ফাটে তো মুখ ফোটে না although one is extremely eager to speak out one's mind, the tongue obstinately keeps mum. বুক ফুলে ওঠা v. to be puffed up. বুক ফোলানো v. (lit.) to expand one's chest; (fig.) to be puffed up. বুক বাঁধা v. to be patient and courageous in danger or difficulty, to take heart. বুক বাঁড়া v. to grow audacious. বুক ভাঙা v. to break one's heart; to be heart-broken. ~ভাঙা a. heart-breaking, extremely painful; broken-hearted. বুক শুকানো v. to have one's heart in one's mouth. বুকে ঢেঁকির পাড় পড়া to be stricken with extreme in ward agitation on account of fear or malice. বুকে বসে দাড়ি ওপড়ানো to harm one who provides food and shelter. বুকে বাঁশ দেওয়া see বাঁশ । বুকের ছাতি, বুকের পাটা expanse or measure of one's chest; (fig.) daring, pluck, courage. বুকের রক্ত চোষা to send one slowly to death by means of oppression. বুকের রক্ত দেওয়া (fig.) to spend one's lifeblood for; (fig.) to sacrifice one's life. বুকে হাঁটা to crawl. বুকে হাত দিয়ে বলা to say sincerely, to say or utter in keeping with the dictates of one's conscience; to say or utter with courage or sincerity. genitive of বুক: বুক2 [ buka2 ] n reservation in advance, booking (থিয়েটারের সিট বুক করা); railway-booking (মাল বুক করা). বুক করা v. to book (seats etc.); to book (goods) by rail. ~কিপিং n. book-keeping. ~পোস্ট n. book-post. বুকপোস্ট করা v. to send by book-post. ~শেফল n. a book-shelf.
Samsad Bangla Abhidhan
genitive of বুক: বুক1 [ buka1 ] বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্থল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ~জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ~জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ~জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ~ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উৎসাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ~ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উৎসাহ ও আশা নষ্ট হওয়া। ~ভাঙা বিণ. 1 আশা ও উৎসাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উৎসাহ দূর হওয়া; অত্যন্ত নিরুৎসাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। genitive of বুক: বুক2 [ buka2 ] বি. 1 অগ্রিম মূল্য দিয়ে বা লিখিত দাবি করে আসন ইত্যাদি সংরক্ষণ (সিট বুক করে রেখেছে); 2 রেলে মালপত্র পাঠাবার ব্যবস্থা (লাগেজ বুক করা); 3 (বই, হিসাবের খাতা ইত্যাদি (লগবুক)। [ইং. book]।

Processing time: 1.24 s