বেড়াতে definitions

Bangla-Tangla Dictionary
locative of বেড়া: বেড়া – enclosure

imperfective participle and 2nd person ordinary past habitual tense of বেড়ানো:
বেড়ানো – to travel

Samsad Bengali-English Dictionary
locative of বেড়া: বেড়া [ bēṛā ] v same as বেড়া দেওয়াa. enclosing, surrounding (বেড়া আগুন, বেড়াজাল); enclosed, surrounded (বেড়া জায়গা). ☐ n. a fence; an enclosure; any object to enclose with. imperfective participle and 2nd person ordinary past habitual tense of বেড়ানো: বেড়ানো [ bēṛānō ] v to walk (for pleasure or exercise), to stroll, to promenade; to go on an excursion or tour.
Samsad Bangla Abhidhan
locative of বেড়া: বেড় [ bēṛa ] বি. 1 বেষ্টন (দড়ি দিয়ে বেড় দেওয়া); 2 ঘের, পরিধি (তাল গাছের বেড়, থামের বেড়); 3 বেষ্টিত স্থান (বেড়ের বাইরে যাওয়া)। [বেড়া দ্র]। বেড় দেওয়া ক্রি. বি. বেষ্টন করা, ঘেরা। locative of বেড়া: বেড়া1 [ bēṛā1 ] ক্রি. বেষ্টন করা, ঘেরা (ঘোলা জল বাড়িটাকে বেড়ে আছে)। ☐ বি. বেষ্টন; যার দ্বারা বেষ্টন করা বা ঘেরা হয়, বেষ্টনী (বেড়া ভাঙা)। ☐ বিণ. বেষ্টনকারী, যা ঘিরে রাখে (বেড়া আগুন, বেড়াজাল)। [প্রাকৃ. বেঢ়্ (< সং. বেষ্ট্) + বাং. আ]। locative of বেড়া: বেড়া2 [ bēṛā2 ] ক্রি. বেড়ানো, ভ্রমণ করা। [বেড়া দ্র]। ~নো ক্রি. বি. 1 ভ্রমণ বা বিচরণ করা; 2 পায়চারি করা, হাঁটা (ছাদে একটু বেড়াচ্ছি)। ☐ বিণ. বেড়ানো হয়েছে বা বেড়িয়েছে এমন। ~বেণি, ~বেণী বি. মেয়েদের চুলের দুটি বেণি গোল করে বাঁধার প্রক্রিয়া। locative of বেড়া: বেঢ়া [ bēṛhā ] ক্রি. (কাব্যে) বেষ্টন করা, বেড়া। [বেড়া1 দ্র]। বেঢ়ল, বেঢ়লি (প্রা. কা.) ক্রি. বেষ্টন করল, ঘিরে ধরল। imperfective participle and 2nd person ordinary past habitual tense of বেড়ানো: বেড়া2 [ bēṛā2 ] ক্রি. বেড়ানো, ভ্রমণ করা। [বেড়া দ্র]। ~নো ক্রি. বি. 1 ভ্রমণ বা বিচরণ করা; 2 পায়চারি করা, হাঁটা (ছাদে একটু বেড়াচ্ছি)। ☐ বিণ. বেড়ানো হয়েছে বা বেড়িয়েছে এমন। ~বেণি, ~বেণী বি. মেয়েদের চুলের দুটি বেণি গোল করে বাঁধার প্রক্রিয়া।

Processing time: 1.27 s