ব্যয় definitions

Bangla-Tangla Dictionary
ব্যয় – expenditure, consumption (+ করা = to spend, to consume)
Samsad Bengali-English Dictionary
ব্যয় [ byaẏa ] n expenditure, expense; (loos.) cost; consumption (শক্তিব্যয়); waste or loss (জীবনব্যয়); use or application (বুদ্ধিব্যয়); passing (সময়ব্যয়). ব্যয় করা v. to expend, to spend, to consume; to waste; to use or apply; to pass. ব্যয় হওয়া v. to be expended or spent or consumed or wasted or be used or applied or passed. ~কুন্ঠ a. stingy, niggardly, closefisted; miserly; parsimonious. ব্যয়কুন্ঠ ব্যক্তি a niggard; a miser. ~কুন্ঠতা n. stinginess, niggardliness, closefistedness; miserliness. ব্যয়ন n. disbursement. ~নাধিকারিক n. a disbursing officer. ~বরাদ্দ n. allotted expenditure. ~বহুল a. expensive, costly. ~বাহুল্য n. prodigality; extravagance; expensiveness, costliness. ~বিহীন a. in expensive; involving no expenditure, free. ~লাঘব n. cutting the expenditure short, curtailment of expenditure; reducing thditure. ~শীল a. prodigal; spendthrift, lavish, extravagant. ব্যয়শীল ব্যক্তি a prodigal; a spendthrift. ~শীলতা n. lavishness, extravagance. ~শূন্য same as ~বিহীন । ~সাধ্য, ~সাপেক্ষ a. expensive, costly. ~হ্রাস same as ব্যয়লাঘব । ব্যয়িত a. spent, disbursed; used up. ব্যয়ী a. one who spends; spendthrift, extravagant, prodigal, lavish.
Samsad Bangla Abhidhan
ব্যয় [ byaẏa ] বি. 1 খরচ (অর্থব্যয়); 2 ক্ষয় (শক্তিব্যয়); 3 প্রয়োগ, ব্যবহার (বুদ্ধিব্যয়); 4 অপচয়, নাশ (জীবন ব্যয়)। [সং. বি + ই + অ]। ~কুণ্ঠ বিণ. কৃপণ। বি. ~কুণ্ঠতা। ~ বি. খরচ করা, প্রাপ্য অর্থ প্রদান, disbursement (স.প.)। ~বরাদ্দ বি. খরচের জন্য নির্ধারণ, খরচের জন্য নির্দিষ্ট ভাগ। ~বহুল বিণ. অধিক ব্যয়সাপেক্ষ, বেশি ব্যয় হয় এমন। বি. ~বহুলতা, ~বাহুল্য। ~লাঘব বি. ব্যয় কমানো। ~সাধ্য, ~সাপেক্ষ বিণ. বেশি খরচ হয় এমন, বেশি ব্যয় না করলে সাফল্য লাভ হয় না এমন। ~সংকোচ বি. ব্যয়কমানো, ব্যয়লাঘব, ব্যয়সংক্ষেপ। ব্যয়াধিক্য বি. অধিক ব্যয়, বেশি ব্যয়। ব্যয়িত বিণ. ব্যয় বা খরচ করা হয়েছে এমন। ব্যয়ী (-য়িন্) বিণ. ব্যয়কারী; খরুচে।

Processing time: 1.2 s