ভূগোল definitions

Bangla-Tangla Dictionary
ভূগোল – geography
Samsad Bengali-English Dictionary
ভূগোল, ভূগোলবিদ্যা [ bhūgōla, bhūgōlabidyā ] n geography.
Samsad Bangla Abhidhan
ভূ2 [ bhū2 ] বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্থল, স্থান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ~কম্প, ~কম্পন বি. ভূমিকম্প। ~খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ~গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ~গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ~গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ~চর বিণ. স্থলে বিচরণ করে এমন, স্থলচর। ~চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ~তত্ত্ব, ~বিজ্ঞান, ~বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ~তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ~দেব বি. ব্রাহ্মণ। ~ধর, ~ভৃৎ বি. পর্বত। ~, ~পতি, ~পাল বি. রাজা। ~পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ~পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ~পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ~পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ~পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ~প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ~বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ~বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ~ভাগ বি. পৃথিবী। ~ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ~ভারত বি. 1 পৃথিবী ও ভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ~মণ্ডল বি. পৃথিবী। ~মধ্য বি. পৃথিবীর মধ্যস্থল; পৃথিবীর যেকোনো স্থান। ~মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্থল বেষ্টনকারী রেখা। ~মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্থিত সাগরবিশেষ। ~লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্থ ও বিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ~লোক বি. পৃথিবী। ~শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ~সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ~স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ~স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার। ভূকম্প, ভূকম্পন, ভূগর্ভ, ভূগোল, ভূগোলক, ভূচর, ভূচিত্র, ভূচ্ছায়া [ bhūkampa, bhūkampana, bhūgarbha, bhūgōla, bhūgōlaka, bhūcara, bhūcitra, bhūcchāẏā ] দ্র ভূ2

Processing time: 1.2 s