মন্থর definitions

Bangla-Tangla Dictionary
মন্থর – slow, sluggish
Samsad Bengali-English Dictionary
মন্থর [ manhara ] a slow; slack; sluggish, slothful; inert; slow-moving. মন্থর হওয়া v. to be come slow; to slacken. ~গতি a. slow moving. ☐ n. slow motion. ~তা n. slowness; slackness; sluggishness, sloth; inertia; slow movement or motion. মন্থরা n. a female character of the Ramayana; an instigating or intriguing woman. genitive of মন্থ: মন্থ [ manha ] n churning; a churning-stick; a beverage of pulverized barley or pulses.
Samsad Bangla Abhidhan
মন্থর [ manhara ] বিণ. 1 অদ্রুত, অত্বর, ধীর; চটপটে বা দ্রুত-র বিপরীত (মন্থর গতি); 2 মন্দগামী (মন্থরবায়); 3 অলস; 4 নত [সং. √ মন্থ + অর]। বি. ~তা মন্থরা বিণ. (স্ত্রী.) মন্থর -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. 1 (রামা.) দশরথপত্নী কৈকেয়ীর কুজ্বা দাসী; 2 (আল.) কুপরামর্শদাত্রী। genitive of মন্থ: মন্থ [ manha ] বি. 1 মন্থন ('ওই যে দধিমন্থধ্বনি উঠল ঘরে ঘরে': রবীন্দ্র); 2 ছাতুমিশানো পানীয়বিশেষ; 3 মন্থনদণ্ড। [সং. √ মন্থ + অ]।

Processing time: 1.61 s