মাংস definitions

Bangla-Tangla Dictionary
মাংস – meat, flesh
Samsad Bengali-English Dictionary
মাংস [ māṃsa ] n flesh; meat. গোমাংস n. beef. ছাগমাংস n. goat's meat. পাখির মাংস n. fowl. বাছুরের মাংস n. veal. মুরগির মাংস n. fowl, (loos.) chicken. মেষমাংস n. mutton. শুয়োরের মাংস n. pork. হরিণের মাংস n. venison. মাংসের দোকান a meat-shop, a butcher's shop, a shamble, a butchery. মাংসের বাজার a meat-market; a flesh market. ~তুল্য a. flesh-like; meaty. ~পেশি n. muscle. ~বিক্রেতা n. a meat seller, a butcher. ~বৃদ্ধি n. growth of flesh; accumulation of fat; adiposity. ~ a. fleshy, plump, fatty, adipose. মাংসাশী a. meat-eating; carnivorous.
Samsad Bangla Abhidhan
মাংস [ māṃsa ] বি. 1 জীবদেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী কোমল অংশবিশেষ; 2 মানুষের ভোজ্য মানুষ্যেতর প্রাণীর আমিষ বা পলল। [সং. √ মন্ + স]। ~পেশি, ~পেশী বি. জীবদেহের সঞ্চালনক্রিয়াসাধক মাংসপিণ্ড। ~ভোজী (-জিন্), মাংসাদ মাংসাশী (-শিন্) বিণ. মাংস খায় এমন। ~ বিণ. মাংসবহুল (মাংসল শরীর)। মাংসিক বিণ. বি. মাংস ব্যবসায়ী, কসাই। মাস1 [ māsa1 ] বি. মাংস -র কথ্য রূপ (হাড়মাস কালি করা)।

Processing time: 1.26 s