মাঝখানে definitions

Bangla-Tangla Dictionary
locative of মাঝখান: মাঝখান – middle
Samsad Bengali-English Dictionary
মাঝ [ mājha ] n the middle, the centre; the inside or interior; the midst or company (পুরুষের মাঝে); the bottom of one's heart (আমার মাঝে) ☐ a. middle, half (মাঝপথ). মাঝ থেকে from the middle or centre or inside or interior or midst; from the bottom of one's heart; being innocently or unnecessarily involved (তোমরা করলে চুরি আর মাঝ থেকে সে খেল মার). ~খান same as মাঝ (n.) ~খানে same as মাঝে । ~দরিয়া n. mid-stream; mid-ocean, mid-sea. ~নদী n. mid-river, mid-stream. ~নদীতে adv. half way into the river. মাঝে adv. meanwhile, in the meantime. মাঝেমধ্যে, মাঝেমাঝে adv. off and on, from time to time, at times. locative of মাঝখান: মাঝ [ mājha ] n the middle, the centre; the inside or interior; the midst or company (পুরুষের মাঝে); the bottom of one's heart (আমার মাঝে) ☐ a. middle, half (মাঝপথ). মাঝ থেকে from the middle or centre or inside or interior or midst; from the bottom of one's heart; being innocently or unnecessarily involved (তোমরা করলে চুরি আর মাঝ থেকে সে খেল মার). ~খান same as মাঝ (n.) ~খানে same as মাঝে । ~দরিয়া n. mid-stream; mid-ocean, mid-sea. ~নদী n. mid-river, mid-stream. ~নদীতে adv. half way into the river. মাঝে adv. meanwhile, in the meantime. মাঝেমধ্যে, মাঝেমাঝে adv. off and on, from time to time, at times.
Samsad Bangla Abhidhan
locative of মাঝখান: মাঝ [ mājha ] বি. 1 মধ্যস্থল (মাঝের ঘর, মাঝের দিনগুলো); 2 অত্যন্তর, ভিতর (বনের মাঝে)। ☐ বিণ. মধ্য (মাঝপথ)। [প্রাকৃ. মজ্ঝ]। ~খান বি. মধ্যস্থান, মধ্যভাগ, মাঝের জায়গা (মাঝখানটা ফাঁকা রয়েছে)। ~বয়স বি. মধ্যবয়স, মাঝামাঝি বয়স, প্রৌঢ় বয়স। ~বয়সি বিণ. প্রৌঢ়, মাঝামাঝি বয়সের (মাঝবয়সি ভদ্রলোক)। ~রাত বি গভীর রাত, মধ্যরাত। ~রাস্তা বি. অর্ধেক পথ। মাঝা-মাঝি বিণ. 1 মধ্যবর্তী (মাঝামাঝি জায়গা); 2 দুই বিপরীত দিকে প্রায় সমান, দুই প্রান্ত থেকে সমান দূরে রয়েছে এমন; 3 মোটামুটি (ছেলেটার পরীক্ষা মাঝামাঝি রকমের হয়েছে)। ☐ক্রি বিণ. মধ্যভাগে (চৈত্রের মাঝামাঝি একবার এসো)। মাঝে ক্রি-বিণ. 1 মাঝখানে, মধ্যস্থানে (আমি মাঝে বসব); 2 কিছুদিন আগে, ইতিমধ্যে (মাঝে সে একদিন এসেছিল)। মাঝে মাঝে ক্রি-বিণ. কিছুদিন বা কিছুকাল অন্তর অন্তর (সে মাঝে মাঝে আসে)।

Processing time: 1.17 s