Off by 2 letters:
মাদার definitions

Samsad Bengali-English Dictionary
মাদার [ mādāra ] n the coral tree.
Samsad Bangla Abhidhan
মাদার [ mādāra ] বি. লকুচ ফল বা তার গাছ মন্দার গাছ বা তার ফল [সং মন্দার]।
Off by 3 letters:
কমার্স definitions

Bangla-Tangla Dictionary
কমার্স – commerce [English]
জমাদার definitions

Bangla-Tangla Dictionary
জমাদার – a person who cleans toilets
Samsad Bengali-English Dictionary
জমাদার [ jamādāra ] n an Indian Army officer holding the lowest commissioned rank; a head constable; a head sweeper; a police constable or a sweeper; a foreman or a gangsman. fem. জমাদারনি ।
Samsad Bangla Abhidhan
জমাদার [ jamādāra ] বি. 1 উচ্চপদস্থ ভারতীয় সৈনিকবিশেষ; 2 হেড কনস্টেবল; 3 ধাঙড়, মেথর বা কুলির সর্দার; 4 প্রধান যন্ত্রচালক (ছাপাখানার জমাদার); 5 মেথর। [ফা. জমাদার্]।
মজাদার definitions

Samsad Bengali-English Dictionary
মজাদার [ majādāra ] a funny; amusing; delicious, palatable (মজাদার খাবার).
Samsad Bangla Abhidhan
মজা1 [ majā1 ] বি. 1 আনন্দ (মজা পাওয়া); 2 আমোদ, কৌতুক (মজার কথা, মজার ব্যাপার); 3 তামাশা, রঙ্গ, রগড়; 4 ঠাট্টা উপহাস। [ফা. মজহ্]। মজা করা ক্রি. বি. রগড় করা; অপরকে অপদস্থ করে কৌতুক করা। মজা টের পাওয়া ক্রি. বি. জব্দ হয়ে অসুবিধা ভোগ করা। ~দার বিণ. কৌতুকাবহ, আমোদজনক (মজাদার খেলা)। মজা দেখা ক্রি. বি. অন্যর কষ্টে বা বিপদে আনন্দ অনুভব করা। মজা দেখানো ক্রি. বি. বিপদে ফেলে জব্দ করা। মজা মারা, মজা লোটা ক্রি বি. আমোদ বা আনন্দ উপভোগ করা।
মার্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of মারা: মারা – to hit, to beat (+ যাওয়া = to die (human))
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of মারা: মারা [ mārā ] v to kill; to strike, to hit (বল মারা); to beat, to flog; to drive in, to pierce (ছুরি মারা = to stab); to strike with (চাবুক মারা); to deal (ঘুসি মারা = to deal one a blow); to afflict or distress (কথায় মারা); to ruin (চুরিটায় আমাকে মেরেছে); to destroy, to exterminate, to eradicate (বিষ মারা); to dry or dehydrate (রস মারা); to implant, to drive in (পেরেক মারা); to affix (টিকিট মারা); to sew up (তালি মারা); to paste (লেবেল মারা); to close up, to fill up (ফাঁক মারা); to rob, to pick (পকেট মারা); to obtain by unfair means, to misappropriate, to defal cate (টাকা মারা); to win or earn esp. by a fluke (লটারি মারা); to deprive of (অন্ন মারা, রুজি মারা); to cause to lose (জাত মারা); (inf.) to eat or gobble (ভাত মারা); to shout (হাঁক মারা); to give out, to emit (জেল্লা মারা); to block, to obstruct (পথ মারা); to blunt, to dull (ধার মারা, কোণ মারা); to tuck (মালকোঁচা মারা); (inf.) to score (গোল মারা); to adopt, to have recourse to, to exhibit (চাল মারা). চাল মারা see চাল3 । মারা পড়া, মারা যাওয়া v. to be killed; to die; to be lost (বহু টাকা মারা গেছে) ।
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of মারা: মারা [ mārā ] ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাৎ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। ☐ বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিট মারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ~. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রি বিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাৎ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া।
মালদার definitions

Samsad Bengali-English Dictionary
মাল3 [ māla3 ] n merchandise, wares (দোকানের মাল); goods; wealth, riches, property; revenue, rent; land-holding rented directly from the government. ~কড়ি n. money, fund; the wherewithal. ~ক্রোক n. distraint. মালক্রোক করা v. to distrain. মালক্রোকি পরোয়ানা a distraint warrant. ~খানা n. a godown or store esp. for keeping valuable articles; room or building where revenue is received; a treasury. মাল খালাস করা v. to unload. ~গাড়ি n. a luggage-van; a waggon; a goods-train. ~গুজার, ~গুজারদার n. one who pays revenue (esp. directly to the government); a zamindar. ~গুজারি n. land revenue. ~গুদাম n. a godown; a store-house; a storeroom; a warehouse. ~জমি n. a land-holding rented directly from the government. ~জামিন n. security for goods or property. ~জাহাজ, ~নৌকা n. a cargo-boat, a cargo steamer. ~দার a. wealthy, rich, moneyed. ~পত্র n. pl. goods collectively; goods and chattels; luggage. ~বাহী a. carrying goods, cargo etc. ~বাহী জাহাজ same as মালজাহাজ । ~বোঝাই a. loaded; (of ships) laden. ~বোঝাই করা v. to load; (of ships) to lade. ~মশলা n. pl. ingredients; materials.
Samsad Bangla Abhidhan
মাল6 [ māla6 ] বি. 1 পণ্যদ্রব্য (দোকানের মাল); 2 দ্রব্য, জিনিসপত্র (মালগুদাম); 3 ধন, সম্পদ (মালদার লোক); 4 রাজস্ব, খাজনা (মালগুজার); 5 যে-জমির খাজনা সরকারি অফিসে জমা দিতে হয়। [আ. মাল্]। মাল কাটা ক্রি. বি. পণ্যদ্রব্য বিক্রিত হওয়া। ~. ক্রোক বি. (প্রধানত আদালতের আদেশে) অস্থাবর সম্পত্তি আটক । ~. খানা বি. 1 বহুমূল্য দ্রব্যাদি রাখার ঘর; 2 খাজনাখানা। ~. গাড়ি বি. (প্রধানত রেলের) মালবাহী গাড়ি। ~. গুজার বি. যে রাজস্ব দেয়, জমিদার। ~. গুজার-দার বি. যে মালগুজারি বা খাজনা দেয়। ~. গুজারি বি. ভূমিকর, খাজনা। ~. জমি বি. খাজনা করা জমি। ~. জামিন বি. 1 সম্পত্তির জামিন; 2 জামিনরূপে রক্ষিত সম্পত্তি। ~. দার বিণ. সম্পত্তিশালী, ধনবান (মালদার লোক)। ~. পত্র বি. জিনিসপত্র, বিভিধ দ্রব্য। ~. বাহী (-হিন্) বিণ. মালপত্র বহন করে নিয়ে যায় এমন। ~. মশলা বি. উপাদান, উপকরণ। ~. মাত্তা বি. 1 ধনসম্পত্তি; 2 অস্থাবর সম্পত্তি। কাঁচা মাল বি. শিল্পদ্রব্যের মূল উপকরণ, raw material. মালদার, মালপত্র [ māladāra, mālapatra ] দ্র. মাল6
Off by 4 letters:
আয়মাদার definitions

Samsad Bangla Abhidhan
আয়মা [ āẏamā ] বি. ধর্মপ্রচারের বা পাণ্ডিত্যের পুরস্কারস্বরূপ মৌলবিরা মুসলমান শাসকদের কাছ থেকে যে নিষ্কর জমি পেতেন। [আ. আএমা]। ~দার বি. যে ব্যক্তি আয়মা জমি ভোগ করে।
ইমানদার definitions

Samsad Bengali-English Dictionary
ইমান [ imāna ] n religious faith; piety; fidelity; honesty; conscience; conscientiousness. ~খোর a. faithless, treacherous, perfidious. ~দার a. faithful (in religion); devout, pious; having fidelity; honest; conscientious. ~দারি n. faithfulness (in religion); devoutness, piety; fidelity; honesty; conscientiousness.
Samsad Bangla Abhidhan
ইমান [ imāna ] বি. 1 ধর্মবিশ্বাস; 2 বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। ~দার বিণ. 1 ধার্মিক; 2 সাধুস্বভাবসম্পন্ন; 3 বিশ্বস্ত; 4 বিবেকসম্পন্ন। ~দারি বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।
দার definitions

Samsad Bengali-English Dictionary
দার1 [ dāra1 ] n (usu. in comp.) a wife. ~কর্ম, ~গ্রহণ, ~পরিগ্রহ n. act of taking a wife, marriage or wedding (of a man). দার2 [ dāra2 ] sfx implying: furnished or embroidered with (জরিদার); causing or producing (মজাদার); owing or possessing or having, (cp.) -or, -er (পাওনাদার); superintending or controlling (থানাদার); employed in, taking to (ব্যাবসাদার, বাজনাদার). -দারি sfx. implying: -ship (জমিদারি, থানাদারি, ব্যাবসাদারি).
Samsad Bangla Abhidhan
দার1 [ dāra1 ] বি. পত্নী (অকৃতদার, মৃতদার)। [সং. √ দৃ + অ]। ~কর্ম, ~গ্রহণ, ~পরিগ্রহ, ~পরিগ্রহ বি. বিবাহ। দার2 [ dāra2 ] বিণ. (তদ্ধিত প্রত্যয়বিশেষ) 1 যুক্ত (জরিদার, চুড়িদার); 2 দায়ক, সৃষ্টি করে বা উৎপন্ন করে এমন (মজাদার); 3 মালিক (জমিদার, আড়তদার); 4 অধিকারী (পাওনাদার); 5 অধ্যক্ষ (থানাদার); 6 দায় বা দায়িত্ব আছে এমন (দেনাদার)। [ফা.দার]। ~দারি বি. বৃত্তিসূচক বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ (দোকানদারি, তবিলদারি)। দারগ্রহণ [ dāragrahaṇa ] দ্র দার1 দারা [ dārā ] বি. দার 1-এর চলিত বাংলা রূপ ('দারাপুত্র পরিবার তুমি কার': হেম.)। দারি [ dāri ] দ্র দার 2
দাস definitions

Bangla-Tangla Dictionary
দাস
1. servant
2. Das [surname]
Samsad Bengali-English Dictionary
ক্রীত [ krīta ] a bought, purchased. ~দাস n. one who has been purchased to be the slave of the buyer for life, a slave. see also দাস । fem. ~দাসী a. slave woman; a slave-girl. ~দাসত্ব n. a slavery. ~দাসবৎ a. slavish. ~দাস-ব্যবসায় n. slave-trade. ~দাস-ব্যবসায়ী n. a slave trader, a slaver. দাস [ dāsa ] n a servant, an attendant; a slave (দাসব্যবসায়); a fisherman by caste (দাসজাতি); a Shudra (শূদ্র); a non Aryan; a victim or a minion (অবস্থার দাস); a humble man or a dependant (হুজুর দাসের প্রতি দয়া করুন) fem দাসী । ~খত n. a written bond of slavery. ~ত্ব n. servitude; slavery; state of being a victim, bondage, dependence. দাসত্ব করা v. to be slave of, to serve as a slave. ~ত্ব প্রথা n. the institution of ownership of slaves, slavery. দাসত্ববন্ধন, দাসত্বশৃঙ্খলা n. the bonds of slavery. দাসত্বশৃঙ্খল মোচন n. emancipation or freedom from bond age. দাসত্ববৃত্তি n. slavery. দাসত্বে আবদ্ধ enslaved, in bondage. ~দাসী n. pl. servants male and female, man-servants and maid-servants. ~প্রথা same as দাসত্বপ্রথা । ~ব্যবসায় n. slave-trade. ~মনোবৃত্তি, ~মনোভাব n. slave mentality; servility. দাসানুদাস n. a slave of one's slave, a very humble servant or dependant. দাসীপুত্র n. one's son born of his maid-servant; an illegitimate son. দাসীবৃত্তি, দাসীত্ব n. profession of or service as a maid or maid-servant.
Samsad Bangla Abhidhan
দাস [ dāsa ] বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্থার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। ~খত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। ~ত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। ~প্রথা, ~ত্ব-প্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। ~ব্যবসায়, ~ব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। ~মনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানু-দাস বি. গোলামের গোলাম অর্থাৎ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র।
নার্স definitions

Bangla-Tangla Dictionary
নার্স [English] nurse
Samsad Bangla Abhidhan
নার্স [ nārsa ] বি. হাসপাতাল প্রভৃতি চিকিৎসালয়ের সেবিকা। [ইং. nurse]। নার্সিং হোম বি. রোগীর সেবা ও নিরাময়ের জন্য বেসরকারি চিকিৎসালয়বিশেষ।
ব্রাদার্স definitions

Bangla-Tangla Dictionary
ব্রাদার্স [English] brothers [http://en.wikipedia.org/wiki/Churchill_Brothers_S.C.]
মতাদর্শ definitions

Bangla-Tangla Dictionary
মতাদর্শ – idealism
মদালস definitions

Samsad Bengali-English Dictionary
মদালস [ madālasa ] a feeling lethargic at the termination of a drunken bout; made indolent by incitation of sexual or amorous desire. fem. মদালসা ।
Samsad Bangla Abhidhan
মদ [ mada ] বি. 1 ষড়্রিপুর অন্যতম, নিজের উপর অলীক শ্রেষ্ঠত্বের আরোপ; 2 অহংকার, দম্ভ (ধনমদে মত্ত); 3 আনন্দজনিত মত্ততার আবেশ (মদবিহ্বল); 4 কস্তুরী (মৃগমদ); 5 মদ্য, সুরা (মদের নেশা); 6 প্রমত্তজনক রস (মহুয়ার মদ); 7 হাতির গণ্ডদেশ থেকে নিঃসৃত স্রাব। [সং √ মদ্ + অ]। ~কল বিণ. মত্ততাজনক কলধ্বনিকারী ('মদকল করী': মধু.) ☐বি. মত্তহস্তী। ~খোর বিণ. মদ্যপ, মদ্যপানকারী। ~গর্ব বি. মত্ততাজনিত অংহকার বা দর্প। ~মত্ত মদোম্মত্ত বিণ. 1 সুরাপানের ফলে মাতালো; 2 দর্পান্ধ, গর্বে উন্মত্ত। স্ত্রী. ~মত্তামদমত্ত হাতি গণ্ডদেশ বেয়ে রস নিঃসরণের জন্য উত্তেজিত হাতি। মদাত্যয় বি. মদ্যপানজনিত রোগবিশেষ। মদান্ধ বিণ. মত্ততা বা গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য। মদালস বিণ. মদ্যমানের ফলে বা আবেশের জন্য বিহ্বল। স্ত্রী. মদালসা। মদো বিণ. 1 মদের মতো (মদো গন্ধ); 2 মদখোর। মদোৎ-কট বি. মদস্রাবের জন্য উত্তেজিত হাতি। ☐ বিণ. গর্বান্ধ দাম্ভিক। মদোদ্ধত বিণ. অতিদর্পহেতু উগ্রস্বভাব (মদোদ্ধাত রাজা)।
মর্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of মরা: মরা – to die
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of মরা: মরা2 [ marā2 ] v to die; (of trees etc.) to wither; to be ruined (চাকরি গেলে মরবে); to be extremely troubled or afflicted (ভেবে মরা); to be strongly seized with (লজ্জায় মরা); to suffer or be punished (বদমাশি করলে মরবে); to dry up, to silt up (নদী মরা); to be allayed, to abate (ব্যথা মরা); to decrease (তেজ মরা); to weaken (পেট মরা); to be spiritless (অভাবে মরে থাকা); to be out (বাতাসে আলো গেল মরে). ☐ a. dead; withered; dried up, silted up; allayed, abated; decreased; weak or weakened; utterly spiritless; extinct; dim. অনাহারে মরা v. to die of hunger, to starve; to famish. মরমে মরা v. to be extremely mortified or ashamed. মরতে মরতে বাঁচা v. to come back from the jaws of death. মরে বাঁচা v. to be relieved from suffering by death. মরে মরে impairing one's health utterly; with utmost strain and difficulty. জীয়ন্তে মরা more dead than alive. মরা নাড়ি, মরা পেট stomach weakened on account of continued under-feeding.
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of মরা: মরা [ marā ] বি. ক্রি. 1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া; 2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে); 3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে); 4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে); 5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা); 6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে); 7 লুপ্ত হওয়া ('বাতাস আলো গেল মরে': রবীন্দ্র)। ☐ বিণ. 1 মৃত (মরা হাতি); 2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল); 3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ); 4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে); 5 খাদযুক্ত (মরা সোনা)। [সং. √ মৃ + বাং. অ]। ~কটাল. বি. ভাটা। ~কান্না বি কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না। মরা গাং, মরা নদী মজে-যাওয়া নদী ('এবার তোর মরা গাঙে বান এসেছে': বরীন্দ্র)। মরা পেট, মরা নাড়ি বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্থলী। ~মাস বি. খুশকি। ~হাজা বিণ. 1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর); 2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)।
মশলাদার definitions

Samsad Bengali-English Dictionary
মশলা [ maśalā ] n spices; ingredients; materials (গল্পর মশলা); mortar (গাঁথনির মশলা). ~দার a. spicy. মশলা মেশানো v. to mix spices or mortar.
মহারস definitions

Samsad Bangla Abhidhan
মহা2 [ mahā2 ] বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহৎ, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহৎ দ্র]। ~কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ~করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ~কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ~কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহৎ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ~কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ~কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ~কালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ~কাশ-মহাকাশ দ্র। ~কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ~কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ~খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ~গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ~গৌরী বি দুর্গাদেবী। ~জগৎ বি. মহাবিশ্ব universe ~জন বি. 1 অতি ধার্মিক বা মহৎ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ~জনি বি. তেজারতি (সে মহাজনি করে) ☐ বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ~জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ~জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ~ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ~তপা (-পস্), (বর্জি.) ~তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ~তেজস্বী (-স্বিন্), ~তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ~তৈল বি. মানুষের দেহের চর্বি। ~ত্মা (-ত্মন্) বিণ. অতি মহৎ, উন্নত বা মহৎ মনসম্পন্ন। ☐ বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ~দেব বি. দেবাদি দেব শিব। ~দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ~দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ~দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ~দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ~দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ~ধাতু বি. সোনা। ~নগর, ~নগরী বি. অতি বৃহৎ নগর। ~নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। ☐ বিণ. অতিশয় আনন্দিত। ~নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ~নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ~নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। ☐ বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ~নিদ্রা বিণ. মৃত্যু। ~নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ~নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ~নীল বিণ. গাঢ় নীল রং। ☐ বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ~নু-ভব, ~নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ~নু-ভবতা, ~নু-ভাবতা। ~পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ~পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ~পাতক, ~পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ~পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ~পাত্র বি. প্রধান অমাত্য। ~পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ~প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ~প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ~প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ~প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ~প্রস্থান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ~প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। ☐ বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ~বন বি. 1 বৃহৎ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ~বল বিণ. অতি শক্তিশালী। ~বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ~বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ~বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ~বিদ্যালয় বি. কলেজ। ~বিশ্ব বি. আমাদের সৌরজগৎ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ~বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ~বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। ☐ বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ~বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ~বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিৎসক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ~বোধি বি. বুদ্ধদেব। ~ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ~ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ~ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ~ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ~ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ~ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্থা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ~ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনি সংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ~ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ~ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ~মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহৎ সমবায় বা সংঘ। ~মতি, ~মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ~মহিম, ~মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ~মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ~মাংস বি. নরমাংস। ~মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ~মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ~মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ~মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ~মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ~মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ~মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। ☐ বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ~মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ~মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ~মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ~মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ~মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ~মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ~যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সৎকর্ম। ~যশা বিণ. অতি কীর্তিমান। ~যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ~যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ~যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ~রজত বি. স্বর্ণ, সোনা। ~রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ~রণ্য বি. অতি বৃহৎ ও ঘন বন, মহাবন। ~রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ~রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ~রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ~রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ~রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ~রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ~রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ~রানি (বর্জি.) (~রানী) বি. (স্ত্রী.) মহারাজমহারাজা -র স্ত্রীলিঙ্গ। ~রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ~রানা, (বর্জি.) ~রাণা বি রাজস্থানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ~রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ~রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ~রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উৎপন্ন। ~রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ~রোগ বি. ষক্ষা কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ~রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ~র্ঘ, ~র্থ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ~র্ণব বি. মহাসাগর। ~লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ~শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। ☐ বিণ. অতি পরাক্রান্ত। ~শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহৎ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ~শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। ☐ বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ~শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ~শ্বেতা বি. সরস্বতীদেবী। ~শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্থিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ~ষ্টমী বি. শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথি। ~সংকট বি. ঘোর বিপদ। ~সত্ত্ব বি. অতিকার জীব। ☐বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ~সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্থাপক সভা। ~সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ~সমুদ্র, ~সাগর, ~সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহৎ সমুদ্র। ~সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ~স্থবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি।
মাখাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of মাখানো: মাখানো – to cause to smear on

2nd person intimate present simple tense of মাখানো:
মাখানো – to cause to smear on

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of মাখানো: মাখা [ mākhā ] v to smear, to dab, to daub, to coat -(রং মাখা); to knead (ময়দা মাখা); to mix with spices etc. in order to make some thing ready for cooking, to lard মাংস মাখা ; to mix with curry etc. to make something ready for eating, (cp.) to sauce (ভাত মাখা). মাখানো v. to cause to smear or dab or coat or knead or lard. ~মাখি n. mutual or repeated smearing রং মাখামাখি ; frequent social communication, intimacy, act of mixing freely with, close association (পুলিশের সঙ্গে মাখামাখি). মাখামাখি করা v. to smear mutually or repeatedly, to indulge in frequent social communication with, to form an intimacy with, to mix freely with. 2nd person intimate present simple tense of মাখানো: মাখা [ mākhā ] v to smear, to dab, to daub, to coat -(রং মাখা); to knead (ময়দা মাখা); to mix with spices etc. in order to make some thing ready for cooking, to lard মাংস মাখা ; to mix with curry etc. to make something ready for eating, (cp.) to sauce (ভাত মাখা). মাখানো v. to cause to smear or dab or coat or knead or lard. ~মাখি n. mutual or repeated smearing রং মাখামাখি ; frequent social communication, intimacy, act of mixing freely with, close association (পুলিশের সঙ্গে মাখামাখি). মাখামাখি করা v. to smear mutually or repeatedly, to indulge in frequent social communication with, to form an intimacy with, to mix freely with.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of মাখানো: মাখা [ mākhā ] ক্রি. বি. 1 লেপন করা (গায়ে তেল মাখা); 2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে । [সং. √ ম্রক্ষ্ + বাং. আ]। ~নো ক্রি বি. 1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো); 3 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)। ☐বিণ. উক্ত সব অর্থে। ~মাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা। 2nd person intimate present simple tense of মাখানো: মাখা [ mākhā ] ক্রি. বি. 1 লেপন করা (গায়ে তেল মাখা); 2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে । [সং. √ ম্রক্ষ্ + বাং. আ]। ~নো ক্রি বি. 1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো); 3 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)। ☐বিণ. উক্ত সব অর্থে। ~মাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা।
মাঝার definitions

Samsad Bengali-English Dictionary
মাঝার [ mājhāra ] n (poet.) same as মাঝ ।
Samsad Bangla Abhidhan
মাঝার [ mājhāra ] বি. (কাব্যে) মধ্যে, ভিতর (হিয়ার মাঝারে)। [বাং মাঝ + আর (স্বার্থে)]।
মাতাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of মাতানো: মাতানো – to cause to get into a frenzy, to cause to go crazy

2nd person intimate present simple tense of মাতানো:
মাতানো – to cause to get into a frenzy, to cause to go crazy

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of মাতানো: মাতানো [ mātānō ] v to send one mad; (of elephants etc.) to cause to be in must; to send one amuck; to madden; to overwhelm; to cause to be absorbed (in); to excite greatly; to cause to indulge in a revel rout; to delight greatly; to ferment. ☐ a. maddening, highly delightful (মনমাতানো গন্ধ). 2nd person intimate present simple tense of মাতানো: মাতানো [ mātānō ] v to send one mad; (of elephants etc.) to cause to be in must; to send one amuck; to madden; to overwhelm; to cause to be absorbed (in); to excite greatly; to cause to indulge in a revel rout; to delight greatly; to ferment. ☐ a. maddening, highly delightful (মনমাতানো গন্ধ).
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of মাতানো: মাতা2 [ mātā2 ] ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উৎসাহে ভরপুর হওয়া, উৎসাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা < সং. √ মদ্]। ~নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। ☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উৎসাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ~মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)। 2nd person intimate present simple tense of মাতানো: মাতা2 [ mātā2 ] ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উৎসাহে ভরপুর হওয়া, উৎসাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা < সং. √ মদ্]। ~নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। ☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উৎসাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ~মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)।

Processing time: 1.68 s