যদিও definitions

Bangla-Tangla Dictionary
যদিও – although

conjunctive of যদি:
যদি – if

Samsad Bengali-English Dictionary
যদি [ yadi ] con if, provided; that, in case, lest; when, since (একান্ত যদি যাবে তো এখনই যাও). যদিই adv. & con. if perforce; even if. যদিও, যদিচ adv. & con. although, even though. যদি না if not. যদি বা if, in case; since; if perforce; or if. conjunctive of যদি: যদি [ yadi ] con if, provided; that, in case, lest; when, since (একান্ত যদি যাবে তো এখনই যাও). যদিই adv. & con. if perforce; even if. যদিও, যদিচ adv. & con. although, even though. যদি না if not. যদি বা if, in case; since; if perforce; or if.
Samsad Bangla Abhidhan
যদি [ yadi ] অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ~ অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ~ও, ~চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্থ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। conjunctive of যদি: যদি [ yadi ] অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ~ অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ~ও, ~চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্থ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)।

Processing time: 1.21 s