রেখা definitions

Bangla-Tangla Dictionary
রেখা – a line
Samsad Bengali-English Dictionary
রেখা [ rēkhā ] n a line; a streak; a stripe; a stria (pl. striae); a furrow; a row; a faint sign, a thin line (গোঁফের রেখা); (phys.) rulings. রেখা টানা v. to draw a line. ~কার a. linear. ~গণিত n. geometry. ~ঙ্কন n. drawing of lines, lineation. ~ঙ্কিত a. lineate, lineated; striated; striped; fur rowed. ~চিত্র n. a line-drawing; a rough sketch. রেখাপাত করা v. to draw a line; to make an impression (as on one's mind), to impress.
Samsad Bangla Abhidhan
রেখা [ rēkhā ] বি. 1 লম্বা দাগ বা চিহ্ন (হস্তরেখা); 2 কষি, ডোরা (রেখাঙ্কন); 3 ঈষৎ চিহ্ন বা আভাস (গোঁফের রেখা); 4 সারি; 5 (জ্যামি.) বেধহীন ও প্রস্থহীন দৈর্ঘ্য, (সরলরেখা)। [সং. √ লিখ্ + অ + আ (ল্ = র্)। ~ংশ বি. 1 রেখার অংশ; 2 দ্রঘিমার অংশ বা ডিগ্রি। ~গণিত বি. জ্যামিতি। ঙ্কন বি. 1 রেখা বা কষি টানা, লাইন টানা 2 চিত্রাঙ্কন। ঙ্কিত বিণ. 1 রেখাযুক্ত, ruled 2 ডোরাকাটা। চিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch. পাত বি. দাগ পড়া মনে কোনো স্থায়ী ভাবের সৃষ্টি। ঊর্ধ্ব-রেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্থ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়। বক্র-রেখা বি. আঁকাবাঁকা রেখা। সরল-রেখা বি. যে-রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও দিকপরিবর্তন করে না সোজা রেখা। রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া।

Processing time: 1.37 s