লম্বা definitions

Bangla-Tangla Dictionary
লম্বা – long, tall
Samsad Bengali-English Dictionary
লম্বা [ lambā ] a tall; lofty; long; long-continued; lengthy; (fig.) prostrate; (fig.) boastful or grandiloquent. ☐ n. length. লম্বা করা v. to lengthen; to expand; (fig.) to lay prostrate on the ground by beating. লম্বা দেওয়া v. to decamp; to run away, to flee, to take to one's heels. লম্বা হওয়া v. to lie prostrate; to grow in length, to be come long. লম্বা কথা boastful or grandiloquent talk, tall talk, big talk. লম্বা চাল excessive pomp or eclat esp. that which is displayed beyond one's means. ~ n. length; the measure of length. লম্বাই চওড়াই n. length and breadth; the measure of length and breadth; bragging, boastful or grandiloquent talk (লম্বাই চওড়াই মারা). লম্বাংশ n. polar distance. ~টে slightly tall, tallish; longish. লম্বায় adv. in length, lengthwise. ~লম্বি adv. length wise, lengthways.
Samsad Bangla Abhidhan
ভল্ট [ bhalṭa ] বি. লম্বা লাঠির সাহায্যে কিংবা হাতে ভর দিয়ে ডিগবাজির মতো লাফানো। [ইং vault]। লম্বা [ lambā ] বিণ. 1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা); 2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম); 3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা); 4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)। ☐ বি. 1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত); 2 ঝুল (জামাটা লম্বায় খাটো)। [সং. √ লম্ব্ + বাং. আ]। ~ বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ। ~ই-চওড়াই বি. 1 দৈর্ঘ ও প্রস্থের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন। লম্বা করা ক্রি. বি. 1 প্রসারিত করা; 2 বাড়ানো; 3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা। ~চওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্থ্যবান। লম্বা চাল বি. অতিরিক্ত আড়ম্বর। ~টে বিণ. লম্বা ধরণের; কিছুটা লম্বা। লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া। ~লম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)। লম্বা হওয়া ক্রি. বি. 1 প্রসারিত হওয়া; 2 বাড়া, বেড়ে ওঠা; 3 দীর্ঘ হওয়া; 4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া।

Processing time: 1.19 s