Off by 1 letter:
আশী definitions

Samsad Bengali-English Dictionary
আশী2 [ āśī2 ] n a serpent's fang. ~বিষ n. that which has venom in its fang; a venomous snake; the snake.
Samsad Bangla Abhidhan
আশী [ āśī ] বি. সাপের বিষদাঁত (আশীবিষ)। [সং. আ + √ শাস্ + ক্বিপ্]। ~বিষ বি. যার দাঁতে বিষ থাকে অর্থাৎ সাপ (আশীবিষের দংশন)।
ঐশী definitions

Samsad Bengali-English Dictionary
ঐশ, ঐশিক, ঐশ্বর, ঐশ্বরিক [ aiśa, aiśika, aiśbara, aiśbarika ] a pertaining to or done by God; divine; heavenly. fem. ঐশী ।
Samsad Bangla Abhidhan
ঐশ. ঐশিক, ঐশ্বর, ঐশ্বরিক [ aiśa. aiśika, aiśbara, aiśbarika ] বিণ. 1 ঈশ্বরসম্বন্ধীয়; ঈশ্বরের; 2 ঈশ্বরের দ্বারা কৃত। [সং. ঈশ + অ, ইক, ঈশ্বর + অ, ঈক]। ঐশী বিণ. (স্ত্রী.) ঈশ্বরীয়, ঈশ্বরীসম্বন্ধীয় (ঐশীশক্তি, ঐশীমায়া)।
বশী definitions

Samsad Bengali-English Dictionary
বশী [ baśī ] a perfectly continent; free, independent; (erron.) dependent.
Samsad Bangla Abhidhan
বশী [ baśī ] (-শিন্) বিণ. 1 জিতেন্দ্রিয়; 2 বশকারী; 3 বশবর্তী; 4 বশীভূত; 5 স্বাধীন। [সং. √ বশ্ + ইন্]।
শ definitions

Bangla-Tangla Dictionary
– a hundred
Samsad Bengali-English Dictionary
1 [ śa1 ] n the thirtieth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
1 [ śa1 ] বাংলা ভাষার ত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং তালব্য উষ্ম শ্ ধ্বনির বর্ণরূপ। 2, শো [ śa2, śō ] বি. শত -র কথ্য রূপ (একশো, শ তিনেক)।
শচী definitions

Samsad Bengali-English Dictionary
শচি, শচী [ śaci, śacī ] n the wife of Indra (ইন্দ্র) the king of gods.
Samsad Bangla Abhidhan
শচি, শচী [ śaci, śacī ] বি. 1 দেবরাজ ইন্দ্রের পত্নী; 2 শ্রীচৈতন্যের মাতা। [সং. √ শচ্ + অ + ই, ঈ]। ~নন্দন বি. শ্রীচৈতন্য। ~পতি, ~বিলাস, শচীন্দ্র, শচীশ বি. ইন্দ্র। ~মাতা বি. শ্রীচৈতন্যের জননী।
শটী definitions

Samsad Bengali-English Dictionary
শটি, শটী [ śaṭi, śaṭī ] n zedoary. শটি ফুড n. pulverized zedoary taken as food.
শমী definitions

Samsad Bangla Abhidhan
শম [ śama ] বি. 1 শান্তি, নিবৃত্তি, কামক্রোধাদির উপশম; 2 চিত্তের স্থিরতা বা সংযম; 3 বাসনার নিবৃত্তি। [সং. √ শম্ + অ]। শমী (-মিন্) বিণ. শমগুণযুক্ত; সংযমী; শান্ত। শমী1 [ śamī1 ] দ্র শম
শশী definitions

Samsad Bengali-English Dictionary
শশী [ śaśī ] n the moon.
Samsad Bangla Abhidhan
শশী [ śaśī ] (-শিন্) বি. চন্দ্র। [সং. শশ + ইন্]।
শীত definitions

Bangla-Tangla Dictionary
শীত – the winter season, cold (+ করা = to feel cold)
Samsad Bengali-English Dictionary
শীত [ śīta ] n winter; cold, chill; feeling of chilliness or cold. ☐ a. cold; cool; fit for winter (শীতবস্ত্র). শীত করা, শীত ধরা, শীত লাগা v. to feel cold; to shiver with cold. শীত কাটানো v. to winter. শীতে কাঁপা v. to shiver with cold. শীত কেটেছে to be relieved of the sensation of cold, winter is at an end. শীত পড়েছে winter has set in. আজ শীত পড়েছে it is cold today. ~কাঁটা n. goose-flesh caused by (sudden) sensation of cold. ~কাতরতা n. over-sensitiveness to cold; affliction caused by cold. ~কাতুরে a. over-sensitive to cold. ~কাল n. the winter season, wintertime, winter, cold weather. ~কালীন a. of winter, winter, wintry. ~ n. a refrigerator. ~তাপনিয়ন্ত্রিত a. air-conditioned. ~ n. refrigeration. ~প্রধান a. characterized by predominance of cold. ~প্রধান দেশ a cold country. ~বস্ত্র n. warm clothes; winter garment; woollen clothes.
Samsad Bangla Abhidhan
শীত [ śīta ] বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। ☐ বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত ('শীত চন্দনপঙ্কে': রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। ~কাঁটা বি. (হঠাৎ) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ। ~কাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন। ~তাপ-নিয়ন্ত্রণ বি. কৃত্রিম উপায়ে ঠাণ্ডা বা তাপ নিয়ন্ত্রিতকরণ, air-conditioning. ~তাপ-নিয়ন্ত্রিত বিণ. air conditioned. ~প্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্থায়ী হয় (শীতপ্রধান দেশ)। ~বস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়। শীতাগম বি. শীত ঋতুর আবির্ভাব। শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম। শীতাতপ-নিয়নিত্রণ শাততাপনিয়ন্ত্রণ -এর অনরূপ। শীতাধিক্য বি. শীতের প্রাবল্য। শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে। শীতোষ্ণ বিণ. ঠাণ্ডা ও গরম। শীতাগম, শীতাতপ, শীতাধিক্য, শীতার্ত, শীতোষ্ণ [ śītāgama, śītātapa, śītādhikya, śītārta, śītōṣṇa ] দ্র শীত
শীল definitions

Bangla-Tangla Dictionary
শীল – nature, character
Samsad Bengali-English Dictionary
শীল [ śīla ] n nature; natural disposition; character; conduct, behaviour, manners; practice. ☐ a. (used as a sfx.) natured, disposed to (দয়াশীল); practising (দানশীল). fem. a. শীলা । ~পত্র n. a character-certificate. ~ব্রত a. practising virtues, virtuous.
Samsad Bangla Abhidhan
শীল [ śīla ] বি. 1 স্বভাব, চরিত্র, আচার-আচরণ, রীতিনীতি (কুলশীল); 2 কৌলীন্য, মর্ষাদা (শীল-মান); 3 সৎ স্বভাব (শীলযুক্ত)। ☐ বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদে) স্বভাববিশিষ্ট; নিরত; উন্মুখ (দানশীল, উন্নয়নশীল, বিকাশশীল)। [সং. √ শীল্ + অ]। বি. ~তা (দানশীলতা, উন্নয়নশীলতা)। পৃথক শব্দ হিসাবে শীলতা স্বল্পব্যবহৃত।
Off by 2 letters:
অংশী definitions

Samsad Bengali-English Dictionary
অংশী [ aṃśī ] a entitled to a share. ☐ n. a partner or shareholder; co-sharer; participant.
Samsad Bangla Abhidhan
অংশী [ aṃśī ] (-শিন্) বিণ. অংশবিশিষ্ট, ভাগী, অংশ আছে এমন। ☐ বি. ভাগীদার, partner, shareholder (বি.প.)। [সং. অংশ+ইন্]।
অবশী definitions

Samsad Bangla Abhidhan
অবশী [ abaśī ] (-শিন্) বিণ. নিজেকে বশে রাখতে বা বাধ্য করতে পারে না এমন; ইন্দ্রিয়পরায়ণ। [সং. ন + √ বশ্ + ইন্]।
অশীল definitions

Samsad Bangla Abhidhan
অশীল [ aśīla ] বিণ. অশিষ্ট; দুশ্চরিত্র, চরিত্রহীন; শীল বা চরিত্র মন্দ এমন ('অশীল নটীপনা জেগেছে প্রাণে প্রাণে': সু. দ.)। [সং. ন + শীল]।
আশ definitions

Samsad Bengali-English Dictionary
আশ2 [ āśa2 ] n food (প্রাতরাশ).
Samsad Bangla Abhidhan
আশ1 [ āśa1 ] বি. আহার, ভোজন (প্রাতরাশ)। [সং, √ অশ্ + অ]। আশ2 [ āśa2 ] বি. আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা (আশ মিটিয়ে খাও)। [< সং. আশা বা আশয়]। আশ মিটিয়ে ক্রি-বিণ. মনের সাধ পূরণ করে।
ঈশ definitions

Samsad Bengali-English Dictionary
ঈশ [ īśa ] n God; a god, a deity; God Shiva; a master or lord; a husband; an overlord, a king. ঈশা1 [ īśā1 ] fem of ঈশ ; Goddess Durga.
Samsad Bangla Abhidhan
ঈশ [ īśa ] বি. 1 ঈশ্বর; 2 দেবতা (মহেশ); 3 প্রভু, স্বামী (প্রাণেশ); 4 রাজা, অধিপতি (নরেশ, দেবেশ)। [সং. √ ঈশ্ + অ]। স্ত্রী. ঈশা
উশীর definitions

Samsad Bengali-English Dictionary
উশীর [ uśīra ] n aromatic root of a variety of grass, cuscus.
Samsad Bangla Abhidhan
উশীর, উশীরক, উষীর [ uśīra, uśīraka, uṣīra ] বি. বেনার মূল: খসখস। [সং. √ বশ্ + ঈর]।
এশীয় definitions

Samsad Bengali-English Dictionary
এশীয় [ ēśīẏa ] a Asian. ☐ n. an Asian.
Samsad Bangla Abhidhan
এশীয় [ ēśīẏa ] বিণ. এশিয়া মহাদেশসম্বন্ধীয়; এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ। [এশিয়া + ঈয়]।
ঐশ definitions

Samsad Bengali-English Dictionary
ঐশ, ঐশিক, ঐশ্বর, ঐশ্বরিক [ aiśa, aiśika, aiśbara, aiśbarika ] a pertaining to or done by God; divine; heavenly. fem. ঐশী ।
কশ definitions

Samsad Bengali-English Dictionary
কশ [ kaśa ] n the corner of the mouth; the jaw; the corresponding part of the jaw in side the mouth. কশের দাঁত a molar tooth, a molar.
Samsad Bangla Abhidhan
কশ [ kaśa ] বি ওষ্ঠ ও অধরের দুই প্রান্ত, ঠোটের দুই প্রান্ত বা পাশ, সৃক্কণী (কশের দাঁত, কশ দিয়ে পানের রস পড়া)। [দেশি]।
কাশী definitions

Bangla-Tangla Dictionary
কাশী – Kashi, another name for the city of Varanasi
Samsad Bengali-English Dictionary
কাশী [ kāśī ] n Banaras or Varanasi (a holy place of Hindus). ~প্রাপ্তি, ~লাভ n. death at Kashi; attainment of heaven after death. ~বাস n. living in Kashi or Banaras. ~বাসী হওয়া v. become a resident of Kashi; to go to Kashi to live there permanently. ~শ, ~শ্বর n. the lord of Kashi; an appellation of Shiva (শিব), the king of Kashi.
Samsad Bangla Abhidhan
কাশী [ kāśī ] বি. হিন্দুদের মহাতীর্থবিশেষ, বারাণসী। [সং. √ কাশ্ + অ + ঈ]। ~নাথ, ~, ~শ্বর বি. 1 কাশীর অধিদেবতা, শিব; 2 কাশীরাজ। ~প্রাপ্তি, ~লাভ বি. কাশীতে মৃত্যু; স্বর্গলাভ। ~য়াল, কেশেল বি. 1 কাশীর অধিবাসী; 2 স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; 3 কলঙ্কযুক্ত ব্যক্তি। কেশেল [ kēśēla ] দ্র কাশী

Processing time: 1.62 s