শুধুই definitions

Bangla-Tangla Dictionary
emphatic of শুধু: শুধু – only, continuously (~ + ~ = unnecessarily)
Samsad Bengali-English Dictionary
emphatic of শুধু: শুধু [ śudhu ] a empty (শুধু হাতে); bare (শুধু চোখে); mere, only (শুধু জল). ☐ adv. merely, simply, only (শুধু হাসছে). শুধু শুধু adv. for nothing (শুধু শুধু মার খাওয়া); in vain (শুধু শুধু চেষ্টা করা).
Samsad Bangla Abhidhan
emphatic of শুধু: কেবল [ kēbala ] বিণ. 1 অদ্বিতীয়, অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ); 2 শুদ্ধ, বিকারহীন (কেবল আত্মা)। ☐ অব্য. 1 শুধু (এখন কেবল আমার নিন্দাই করছে); 2 মাত্র ('একটু কেবল বসতে দিয়ো কাছে': রবীন্দ্র)। ☐ ক্রি-বিণ. 1 অনবরত, একাদিক্রমে (তিনদিন কেবল বৃষ্টি হয়ে চলেছে; কেবল হাসছে কেন?); 2 এইমাত্র, সবে (কেবল খেয়ে উঠেছি)। [সং. √ কেব্ + অল]। বি. কৈবল্য। ~ অব্য. ক্রি-বিণ. 1 শুধুই ('আমি কেবলই স্বপন করেছি বপন': রবীন্দ্র); 2 সবেমাত্র, এখুনি; 3 ক্রমাগত (কেবলই এক কথা বলে যাচ্ছে)। ~রাম দ্র কেবলা emphatic of শুধু: শুধু [ śudhu ] বিণ. শূন্য, খালি (শুধু-চোখে দেখা, শুধু-হাতে লড়াই)। ☐ বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. কেবল (শুধু জল আর জল, শুধু বসব)। [সং. শুদ্ধ]। ~শুধু, শুধা-শুধি ক্রি-বিণ. অকারণে, বৃথা।

Processing time: 1.44 s