শ্রুতি definitions

Bangla-Tangla Dictionary
শ্রুতি – hearing, the ear
Samsad Bengali-English Dictionary
শ্রুত [ śruta ] a heard; famous, celebrated. ~কীর্তি a. one whose deeds or feats have be come widely famous. ~ধর, ~লিখন, ~লিপি, ~লেখক same as শ্রুতিধর, শ্রুতিলিখন, শ্রুতিলিপি, শ্রুতিলেখক (see শ্রুতি). শ্রুতি [ śruti ] n hearing; audition; the ear; hear say (জনশ্রুতি); a myth; a legend; mythology; legends collectively; the Vedas; (mus.) a subtle note that is heard at the time of changing the voice from one note to another, (cp.) a quarter-tone. ~কটু, ~কঠোর a. grating on ears, harsh to hear, grating, jarring; cacophonous, cacophonic. ~গোচর a. coming within the range of hearing, audible. ~নাট্য n. a drama that is enjoyed not by seeing it acted but by listening to it. ~ধর a. capable of remembering whatever one hears. ☐ n. such a person. ~পথ n. the ear-hole; the range of hearing, earshot. ~মধুর a. sweet to hear. ~মূল n. the root or base of the ear. ~লিখন n. act of writing to dictation; shorthand writing, stenography. ~লিপি n. a script written to dictation or by shorthand. ~লেখক n. a writer taking dictation; a shorthand writer, a stenographer. ~সুখকর a. pleasant to hear.
Samsad Bangla Abhidhan
শ্রুতি [ śruti ] বি. 1 শ্রবণ; 2 শ্রবণেন্দ্রিয়, কান (শ্রুতিগোচর); 3 লোকপরম্পরায় প্রচলিত কাহিনি প্রবচন প্রভৃতি, কিংবদন্তি, প্রবাদ (জনশ্রুতি); 4 গুরুমুখ থেকে যা শ্রুত হয়, যেমন বেদ (শ্রুতিস্মৃতি); 5 (সংগীতে) সুর থেকে সুরান্তরে কণ্ঠ পরিবর্তনকালে যে সূক্ষ্ম সুরাংশ শ্রুত হয়। [সং. √ শ্রু + তি]। ~কটু, ~কঠোর বিণ. শুনতে কর্কশ। ~গম্য, ~গোচর বিণ. শোনা যায় বা শোনা যেতে পারে এমন ('বাসুকির নাভিশ্বাস শ্রুতিগম্য হল অচিরাৎ': সু. দ.)। ~ধর, শ্রুত-ধর বি. শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে এমন ব্যক্তি। ~নাটক বি. যে-নাটকের অভিনয় কেবল কানে শোনার জন্য রচিত। ~পথ বি. 1 কানের ছিদ্র; 2 কর্ণরূপ পথ ('শ্রুতিপথে শুনলু')। ~মধুর বিণ. শুনতে মিষ্টি। বি. ~মধুরতা, ~মাধুর্য। ~মূল বি. কানের গোড়া।

Processing time: 2.3 s