শ্রেণীটাই definitions

Bangla-Tangla Dictionary
emphatic of definitive of শ্রেণী: শ্রেণী [variant of শ্রেণি]; class (eg, social, school)
Samsad Bengali-English Dictionary
emphatic of definitive of শ্রেণী: শ্রেণি, শ্রেণী [ śrēṇi, śrēṇī ] n a line, a row, a range; a series (সংখ্যাশ্রেণি); a community, a class (ধনিকশ্রেণি); a collection, a herd, a flock, a swarm (হস্তিশ্রেণি, পিপীলিকা শ্রেণি); a school or college class, a class, a form (ষষ্ঠ শ্রেণি, বি.এ. শ্রেণি); a division (তিন শ্রেণিতে বিভক্ত); (phys.) a grade. ~ফল n. sum of series. ~বদ্ধ, ~বিন্যস্ত a. arranged in a line or row, aligned, arrayed; (esp. in bot.) classified. ~বন্ধ, ~বিন্যাস n. alignment, arrayment; classification. ~বন্ধ-পদ্ধতি, ~বন্ধ-প্রণালী n. the system of alignment or arrayment or (chiefly in bot.) classification. ~বন্ধসূত্র n. principles of classification. ~বিভাগ n. classification; division into castes or communities or classes or groups. ~ভুক্ত a. included in a particular line or class.
Samsad Bangla Abhidhan
emphatic of definitive of শ্রেণী: শ্রেণি, শ্রেণী [ śrēṇi, śrēṇī ] বি. 1 পঙ্ক্তি, সারি (শ্রেণিবদ্ধ); 2 সম্প্রদায় (বিভিন্ন শ্রেণির লোক); 3 সমধর্মী বা সমকর্মী ব্যক্তিরা (ব্যবসায়ীশ্রেণী); 3 দল, পাল (মৃগশ্রেণি); 4 বিভাগ, ক্লাস (দ্বিতীয় শ্রেণি)। [সং. √ শ্রি + নি, + ঈ]। ~বদ্ধ বিণ. সারিবাঁধা। ~বিন্যাস বি. বিভিন্ন শ্রেণিতে সাজিয়ে রাখা। ~ভুক্ত বিণ. শ্রেণির অন্তর্ভুক্ত, দলভুক্ত। ~সংগ্রাম, ~সংঘাত বি. (রাজ.) প্রতিষ্ঠা বা প্রাধান্য লাভের জন্য বিভিন্ন শ্রেণিভুক্ত মানবসম্প্রদায়ের মধ্যে বিরোধ বা লড়াই, class struggle. ~হীন বিণ. যেখানে শ্রেণি বা শ্রেণিতে শ্রেণিতে পার্থক্য নেই (শ্রেণিহীন সমাজ)।

Processing time: 1.28 s