সঞ্চয়ের definitions

Bangla-Tangla Dictionary
genitive of সঞ্চয়: সঞ্চয় – savings, accumulation
Samsad Bengali-English Dictionary
genitive of সঞ্চয়: সঞ্চয় [ sañcaẏa ] n gathering, collection; saving; amassment, accumulation, storage; savings; a store, stock. সঞ্চয় করা v. to gather, to collect; to save; to amass, to accumulate, to store. ~কোষ n. a secondary cell, a storage cell. ~জাত পর্বত mountain of accumulation. ~ n. gathering, collection; saving; amassment, accumulation; compilation; selected or collected works or anthology; an anthology. ~শীল a. in the habit of saving; thrifty, frugal. ~শীলতা n. the habit of saving; thrift, frugality. সঞ্চয়িতা n. an anthologist; (loos.) selected works. সঞ্চয়ী a. given to saving; thrifty, frugal.
Samsad Bangla Abhidhan
genitive of সঞ্চয়: সঞ্চয় [ sañcaẏa ] বি. 1 আহরণ, সংগ্রহ, চয়ন (মধুসঞ্চয়); 2 জমিয়ে রাখা, পুঞ্জিত করা (অর্থসঞ্চয়); 3 পুঁজি, অর্থসংস্থান, জমানো টাকা (তার তেমন সঞ্চয় নেই); 4 সমূহ, রাশি; 5 সঞ্চিত দ্রব্য (জীবনের সঞ্চয়)। [সং. সম্ + √ চি + অ]। ~জাত বিণ. সঞ্চয়ের ফলে সৃষ্ট (সঞ্চয়জাত পর্বত)। ~ বি. সঞ্চয় করা; সংগ্রহ করা। সঞ্চয়িতা বি. (স্ত্রী.) কবিতাবলির সংকলন বা সংগ্রহ। [সং. সঞ্চয় + ইত + আ]। সঞ্চয়ী (-য়িন্) বিণ. 1 সঞ্চয়কারী; 2 (প্রধানত মিতব্যয়িতার দ্বারা) জমিয়ে রাখার স্বভাববিশিষ্ট। সঞ্চিত বিণ. 1 সংগ্রহ বা সঞ্চয় করা হয়েছে এমন, জমিয়ে রাখা বা তোলা হয়েছে এমন (সঞ্চিত পুণ্য, সঞ্চিত অর্থ); 2 রাশীকৃত। সঞ্চিতা বি. (স্ত্রী.) (সচ.) কবিতাদির সংগ্রহ। সঞ্চীয়-মান বিণ. জমানো হচ্ছে এমন, উপচীয়মান। সঞ্চেয় বিণ. সঞ্চয়যোগ্য। genitive of সঞ্চয়: সঞ্চিত, সঞ্চীয়মান, সঞ্চেয় [ sañcita, sañcīẏamāna, sañcēẏa ] দ্র সঞ্চয়

Processing time: 2.37 s