সর্বাঙ্গ definitions

Bangla-Tangla Dictionary
সর্বাঙ্গ – whole body [derivation: সর্ব + অঙ্গ]
Samsad Bengali-English Dictionary
সর্ব [ sarba ] a all; whole, entire; complete, total, thorough; universal. ☐ n. Shiva (শিব). সর্বংসহ a. tolerating everything, allenduring, omnipotent. fem. সর্বংসহা । ~কালীন a. of all times, all-time; working wholetime or covering whole time; wholetime. ~কালে adv. in all times, ever. ~ক্ষণ n. all time; the whole time, all the time. ☐ adv. every moment, always. ~গত a. all-pervading; omnipresent. ~গুণাকর, ~গুণাধার n. a container of all virtues or good qualities. ☐ a. (erron.) same as ~গুণান্বিত । ~গুণান্বিত a. endowed with all virtues or good qualities; all-good. ~গ্রাস n. total eclipse; act of devouring or grabbing everything. ~গ্রাসী a. all-devouring; all grabbing. fem. ~গ্রাসিনী । ~জনপ্রিয় a. be loved of all, dear to all; universally popular. ~জনস্বীকৃত a. universally or unanimously admitted or accepted. ~জনহিত n. universal good, universal welfare; public good, public welfare. ~জনহিতকর a. beneficial to all, good for all, universally good. ~জনীন a. good for all, universally good; universal; public, common. ~জনীনতা n. universality. ~জ্ঞ a. all-knowing, omniscient. সর্বজ্ঞতা n. omniscience. ~ adv. in all respects; in everything; everywhere; in all ways; by all means; entirely, wholly; thoroughly. সর্বতোভাবে same as ~থা । ~ত্যাগী a. all-renouncing, all-sacrificing. fem. ~ত্যাগিনী । ~ত্র adv. every where; ever, in all times; in all directions; in all respects. ~গামী capable of or given to going or reaching every where. fem. সর্বত্রগামিনী । ~থা adv. in every way or manner, by all means; in all respects. ~দর্শী a. all-seeing. fem. ~দর্শিনী । ~দা adv. always, ever; in all times. ~দুঃখহর a. removing all sorrows or afflictions. fem. ~দুঃখহরা । ~দেশীয় a. pertaining to all countries, international, universal; country-wide. ~ধর্মসমন্বয় n. synthesis or harmonization of all religions. ~নাম n. (gr.) the pro noun. ~নাশ n. complete or total destruction; utter ruin; great harm; a great danger or calamity. সর্বনাশ করা v. to destroy completely or totally; to ruin utterly; to undo (a person); to cause a great harm or danger or calamity (to). সর্বনাশ হওয়া v. to be destroyed completely; to be ruined utterly; to be undone; to be harmed greatly; to be placed in a great danger or calamity. ~নাশা (loos.) a. same as ~নাশী (a.). ☐ n. (usu. in mild reproach) one who undoes a person by exposing him or her to shame; a shameless man. ~নাশী a. causing complete or total destruction; causing utter ruin; causing a great harm or danger or calamity to. ☐ n. fem. of ~নাশা । fem a. ~নাশিনী । ~নিয়ন্তা n. one who controls everything; the Su preme Ruler, God. fem. ~নিয়ন্ত্রী the controller of everything. ~নেশে coll. var. of ~নাশা । ~প্রকার a. of all kinds and varieties; omnigenous; all-round. ~প্রকারে adv. in every way; in all respects. ~প্রথম a. first, foremost. ~প্রধান a. chief of all, most distinguished; most important; pre-eminent; chief; sovereign, supreme. ~প্রিয় a. dear to everyone, be loved of all, popular with all, universally popular. ~বাদিসম্মত a. unanimously agreed or accepted, unanimous; universally agreed or accepted. ~বিধ same as ~প্রকার । ~বিষয়ে adv. in all matters; in everything; in all respects; in all subjects. ~বিষহর a. counteracting all poisons. ~বিষহর ওষুধ an antidote for all poisons, (cp.) the Venice treacle. ~ব্যাপী a. all-pervading; ubiquitous; ubiquitarian; omnipresent; (loos.) universal. fem. ~ব্যাপিনী । ~ব্যাপিতা n. the state of being all-pervading; ubiquity; omnipresence; (loos.) universality. ~ভুক a. omnivorous. ~ভূত n. all created beings. ~ভূতাত্মা n. the Soul that is present or inherent in all created beings. ~মঙ্গলা n. fem. one who is the cause or source of all good; Goddess Durga (দুর্গা). ~ময় a. all-pervading; ubiquitous; ubiquitarian; omnipresent; all in all (সর্বময় কর্তা); all-powerful, sovereign, supreme; omnipotent. fem. ~ময়ী । ~রোগহর a. counteracting or curing all diseases. ~রোগহর ওষুধ n. a cure all, a panacea. ~লোক n. the whole universe; the whole world; all people of the world, everybody, all and sundry. ~শক্তি প্রয়োগ করা v. to apply total or utmost strength or power; to exert one's utmost; to apply all powers or forces. ~শক্তিমান a. all-powerful, almighty, omnipotent. ~শাস্ত্রজ্ঞ a. versed in all branches of learning or in all sciences or in all scriptures. ~শেষ a. last of all, ultimate. ~শেষে adv. last of all, at last. ~শ্রেষ্ঠ a. best of all; pre-eminent; highest; supreme. ~সমক্ষে adv. before every body, in presence of all, in public, publicly, openly. ~সম a. equal in all respects, congruent. ~সময়, ~সময়ে adv. all times or hours; always, ever; every time. ~সম্মত a. unanimously approved or permitted or accepted or acknowledged. ~সম্মতিক্রমে adv. unanimously; with unanimous approval or support. ~সাকুল্যে adv. in all, in the aggregate, as a whole, collectively. ~সাধারণ n. the public, the people. ~সিদ্ধি n. attainment or realization of all desires or ends; complete success. ~স্ব n. whatever one possesses, one's total possessions, one's all. ~স্বহরণ n. robbing one of all one's belongings. ~স্বান্ত a. robbed of one's all belongings; utterly ruined. ~হিত same as ~জনহিত । সর্বাংশ n. all parts. সর্বাংশে adv. in every part; in all respects; completely, thoroughly; perfectly. সর্বাগ্র a. foremost; first; lying in the forefront. সর্বাগ্রে adv. in the fore most place; first of all, in the forefront. সর্বাঙ্গ n. the whole body; all limbs. সর্বাঙ্গসুন্দর a. beautiful in every limb; having a perfectly beautiful body; beautiful in all respects or in every part, perfectly beautiful. সর্বাঙ্গীণ a. covering the whole body, considering every limb; considering all aspects; thorough, comprehensive; total, complete. সর্বাঙ্গে adv. all over the body, all over; in every limb; in all parts; in all respects; thoroughly, completely, totally. সর্বাণী n. Goddess Durga the wife of Sarva (সর্ব). সর্বাত্মক a. all-pervading; comprehensive; total, complete; all out; supreme, sovereign. সর্বাদৃত a. well received by all, dear to all; universally popular. সর্বাধিক a. most of all, most, greatest, highest, largest; utmost. সর্বাধিনায়ক n. the supreme leader; the commander-in-chief. সর্বাধ্যক্ষ n. the director-general; (loos.) the managing director. সর্বান্তঃকরণে adv. whole-heartedly, with all one's heart, heart and soul, willingly and completely. সর্বাপেক্ষা adv. of all; beyond all; above all. সর্বাবয়ব same as সর্বাঙ্গ । সর্বাভরণ n. ornament for all the different limbs; all ornaments. সর্বার্থসাধক a. fulfilling all desires; realizing all ends; supplying all needs; (loos.) multipurpose (সর্বার্থসাধক সমবায় সমিতি বা বিদ্যালয় . fem. সর্বার্থসাধিকা । সর্বার্থসিদ্ধি n. same as সর্বসিদ্ধি । সর্বেশ্বর n. the lord or master of all; the supreme lord; God; Shiva (শিব). ☐ a. having sovereign authority over everybody; supreme; sovereign. সর্বেসর্বা a. all in all; invested with absolute authority; all-ruling; predominant. সর্বোচ্চ a. highest of all; most high, highest. সর্বোত্তম a. best, choicest, most excellent. সর্বোপরি adv. on the topmost place; uppermost; above all.
Samsad Bangla Abhidhan
সর্ব [ sarba ] বিণ. 1 সব, সকল; 2 সম্পূর্ণ। ☐ বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 নিখিল বিশ্ব, বিশ্বমানব, সর্বব্যাপী সত্তা ('আমারে ফিরায়ে লহ সেই সর্ব মাঝে': রবীন্দ্র)। [সং. √ সর্ব + অ]। ং-সহ বিণ. সব-কিছু সহ্য করে এমন। ~ং-সহা বিণ. (স্ত্রী.) সব-কিছু সহ্যকারিণী (সর্বসংহা পৃথিবী)। ☐ বি. পৃথিবী। ~কনিষ্ঠ বিণ. বয়সে সবচেয়ে ছোটো। ~কর্ম বি. সমস্ত কাজ। ~কালীন বিণ. সকল যুগের সম্বন্ধে প্রযোজ্য, চিরন্তন (সর্বকালীন আদর্শ)। ~, ~গামী (-মিন্) বিণ. সর্বত্র গমনকারী। স্ত্রী. ~গা, ~গামিনী। ~গত বিণ. সর্বব্যাপী, সর্বত্রস্থিত। ~গুণ-নিধি, ~গুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী। ~গ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাৎ; পূর্ণগ্রাস। ~গ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)। স্ত্রী. ~গ্রাসিনী। ~জন বি. সমস্ত নরনারী ('সর্বজনে নারি তুষিবারে')। ~জনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)। বি. ~জনীনতা। ~জয়া বি. 1 অগ্রহায়ণমাসে পালনীয় মেয়েদের ব্রতবিশেষ; 2 পুষ্পবৃক্ষবিশেষ; 3 (বাং.) দুর্গা। ~জ্ঞ বিণ. সমস্ত-কিছু জানে এমন, সবজান্তা। ~ অব্য. ক্রি-বিণ. সকল প্রকারে দিকে বা বিষয়ে, সম্পূর্ণরূপে। ~তো-ভদ্র বি. 1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম; 2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ; 3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ; 4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ; 5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর; 6 চিত্রকাব্যবিশেষ; 7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ। ~তো-ভাবে ক্রি-বিণ. সকল প্রকারে। ~তো-মুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। ☐ বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ। স্ত্রী. ~তো-মুখা, ~তো-মুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)। ~ত্যাগী বিণ. 1 সমস্তকিছু ত্যাগ করেছে এমন; 2 সর্ববিষয়ে বিরাগী। ~ত্র ক্রি বিণ. সমস্ত স্থানে কালে দিকে বা বিষয়ে। ~থা অব্য. ক্রি-বিণ. সমস্ত স্থানে কালে দিকে বা বিষয়ে। ~থা অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ~দর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন। ☐ বি. ঈশ্বর। ~দা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে। ~দেশীয় বিণ. 1 সমস্ত দেশ সম্বন্ধীয়; 2 সমস্ত দেশের প্রতি প্রযোজ্য। ~ধর্ম বি. সমস্ত রকমের ধর্ম; সকল পালনীয় আচার-আচরণ ও করণীয় কাজকর্ম। ~নাম (-মন্) বি. 1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়; 2 যে 'নাম' বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য। ~নাশ বি. 1 সমূহ বিনাশ; 2 ঘোর অনিষ্ট; 3 ভীষণ বিপদ। ~নাশা, ~নেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। স্ত্রী. (বাং.) ~নাশী। ~নাশী (-শিন্) বিণ. সর্বনাশকারী। স্ত্রী. ~নাশিনী। ~নিয়ন্তা (-ন্তৃ) বিণ. বি. সমস্তকিছুর নিয়ন্ত্রণকারী; ঈশ্বর। স্ত্রী. ~নিয়ন্ত্রী। ~প্রকার বিণ. সমস্তরকম। ~প্রকারে ক্রি-বিণ. 1 সমস্তরকমে; 2 সর্বভাবে; 3 সমস্ত উপায়ে; 4 সব দিক দিয়ে। ~প্রথম বিণ. প্রথম; সর্বাগ্রবর্তী। ~প্রথমে ক্রি-বিণ. সবার আগে; প্রথমে। ~প্রধান বিণ. সকলের মধ্যে শীর্ষস্থানীয়। ~প্রযত্ন বি. সমস্তরকম চেষ্টা। ~প্রিয় বিণ. সকলের প্রিয়। ~বাদি-সম্মত বিণ. সমস্তপ্রকার মতাবলম্বীরা যাতে সম্মতি দিয়েছে এমন; সমস্ত লোক কর্তৃক স্বীকৃত। ~ব্যাপী (-পিন্) বিণ. সর্বত্র ব্যাপ্ত বা বিদ্যমান। স্ত্রী. ~ব্যাপিনী। ~ভক্ষ, ~ভক্ষ্য, ~ভুক (-ভুজ্) বিণ. সমস্ত কিছুই খায় এমন। ~ভূত বি. সমস্ত প্রাণী (সর্বভূতে দয়া)। ~মঙ্গলা বি. (সকলের মঙ্গ লকারিণী) দুর্গাদেবী। ~মঙ্গল্য বিণ. সর্বশুভকর। স্ত্রী. ~মঙ্গল্যা। ~ময় বিণ. সর্বাত্মক, সর্বব্যাপী; একমাত্র (সর্বময় কর্তা); সর্বেসর্বা। ☐ বি. ঈশ্বর। স্ত্রী. ~ময়ী। ~লোক বি. 1 সমগ্র সৃষ্টি বা ব্রহ্মাণ্ড; 2 সকল ব্যক্তি, সর্বজন। ~ (-শস্), (বর্জি.) ~শঃ অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ~শক্তি-মান (-মৎ) বিণ. সকল প্রকার শক্তির অধিকারী। ☐ বি. ঈশ্বর। ~শুদ্ধ ক্রি-বিণ. সবসমেত; মোট। ~শ্রেষ্ঠ বিণ. সকলের চেয়ে উৎকৃষ্ট, সর্বোত্তম; সর্বপ্রধান। স্ত্রী. ~শ্রেষ্ঠা। ~সমক্ষে ক্রি-বিণ. সব লোকের সামনে। ~সম্মত বিণ. সকলের অনুমোদিত। ~সম্মতি বি. সকলের অনুমোদন। ~সম্মতি-ক্রমে ক্রি-বিণ. সকলের মতানুসারে বা অনুমোদনে। ~সাধারণ বি. সর্বজন, উচ্চ-নীচ নর নারী, সমস্ত লোক। ~সিদ্ধি বি. সকল প্রকার সাফল্য বা অভীষ্টপূরণ। ~স্ব বি. সমস্ত সম্পদ বা সম্বল। ~স্বান্ত বিণ. সমস্ত সম্পদ হারিয়েছে এমন, সর্বনাশগ্রস্ত (সর্বস্বান্ত হওয়া)। সর্বাঙ্গ বি. সমস্ত শরীর। সর্বাঙ্গ সুন্দর বিণ. সমস্ত শরীরে কোথাও খুঁত নেই এমন; নিখুঁত, সম্পূর্ণ সুন্দর বা ত্রুটিহীন। সর্বাঙ্গীণ বিণ. 1 সর্বাঙ্গব্যাপী; 2 পূর্ণাঙ্গ; সম্পূর্ণ (সর্বাঙ্গীণ কুশল, সর্বাঙ্গীণ ঐক্য)। সর্বাণী বি. (স্ত্রী.) সর্ব অর্থাৎ শিবের স্ত্রী, দুর্গাদেবী। সর্বাতি-রিক্ত বিণ. সবচেয়ে বেশি। সর্বাত্মক বিণ. 1 সর্বত্র বা সব-কিছুতে প্রসারিত (সর্বাত্মক ধর্মঘট); 2 অবাধ। সর্বাদৃত বিণ. সকলের নিকট বা সর্বত্র আদরপ্রাপ্ত। সর্বাধার বি. সকল প্রাণী ও পদার্থের আধার বা আশ্রয়; ঈশ্বর। সর্বাধি-কারী (-রিন্) বিণ. 1 সকল বিষয়ে অধিকারসম্পন্ন; 2 সার্বভৌম কর্তৃত্বসম্পন্ন; 3 বাঙালি হিন্দুদের পদবিবিশেষ। সর্বাধ্যক্ষ বি. সকলের ও সবকিছুর কর্তা। সর্বানু-ভূত বিণ. সকলে উপলব্ধি করেছে এমন। সর্বানু-ভূতি বি. সকল বিষয়ের উপলব্ধি। সর্বান্তর্যামী (-মিন্) বিণ. যিনি সকলের অন্তরে অবস্থান করেন এবং মনের কথা জানেন। সর্বাবস্থায় ক্রি-বিণ. সকল অবস্থায়। সর্বার্থ বি. সকল অভীষ্ট বা প্রয়োজন। সর্বার্থ-সাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন। বিণ. স্ত্রী. সর্বার্থ-সাধিকাসর্বার্থ-সিদ্ধি বি. সমস্ত রকমের অভীষ্টলাভ। সর্বালং-কার-ভূষিতা বিণ. সমস্ত রকম গহনাদি-পরা। সর্বাশী (-র্শিন্) সর্বভুক। সর্বেশ্বর বি. বিণ. 1 সকলের বা সব-কিছুর প্রভু; 2 সার্বভৌম; 3 শিব। সর্বে-সর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান। সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)। সর্বোত্তম বিণ. সর্বাপেক্ষা উৎকৃষ্ট। সর্বোত্তর বিণ. 1 সকলের অপেক্ষা অধিক; 2 সর্বপ্রধান। ☐ (বাং.) বি. উত্তরদিকে সর্বপেক্ষা দূরবর্তী স্থান। সর্বোপরি অব্য. সকলের উপর। সর্বোপায়ে ক্রি-বিণ. সমস্ত উপায়ে। সর্বৌষধি বি. সমস্ত ওষধি।

Processing time: 1.31 s