উদ্দেশ্য definitions

Bangla-Tangla Dictionary
উদ্দেশ্য – intention, purpose
Samsad Bengali-English Dictionary
উদ্দেশ্য [ uddēśya ] a aimed (at); searched; intended; addressed, spoken to. ☐ n. an intention or purpose; a design; an object or end; a motive (বিনা উদ্দেশ্যে); (gr-to a sentence) a subject. ~মূলক a. (chiefly dero.) motivated. ~হীন a. motiveless; purposeless; aimless.
Samsad Bangla Abhidhan
উদ্দেশ্য [ uddēśya ] বিণ. 1 উদ্দেশ করা হয় বা হয়েছে এমন; 2 অভিপ্রেত (ওকথা বলা আমার উদ্দেশ্য ছিল না)। ☐ বি. 1 অভিপ্রায়, মতলব, অভিসন্ধি; 2 লক্ষ্য (আগে উদ্দেশ্যটা ঠিক করো); 3 (ব্যাক।) বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় (উদ্দেশ্য ও বিধেয়)। [সং. উৎ + √ দিশ্ + য]। ~বিহীন, ~হীন বিণ. কোনো লক্ষ্য বা স্থির অভিপ্রায় নেই এমন (উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি)।

Processing time: 1.24 s