কেবল definitions

Bangla-Tangla Dictionary
কেবল – only, continuously
Samsad Bengali-English Dictionary
কেবল [ kēbala ] a (theo. & phil.) sole, without a second, absolute, one and only one (কেবলপুরুষ); pure, unpolluted (কেবলাত্মা); only (ঈশ্বরই কেবল সহায়); unchanging, just (কেবল একই কথা); incessant; unmixed. ☐ adv. just, just now (কেবল এসেছি); incessantly (কেবল হাসছে). ~ adv. continuously, incessantly; only.
Samsad Bangla Abhidhan
কেবল [ kēbala ] বিণ. 1 অদ্বিতীয়, অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ); 2 শুদ্ধ, বিকারহীন (কেবল আত্মা)। ☐ অব্য. 1 শুধু (এখন কেবল আমার নিন্দাই করছে); 2 মাত্র ('একটু কেবল বসতে দিয়ো কাছে': রবীন্দ্র)। ☐ ক্রি-বিণ. 1 অনবরত, একাদিক্রমে (তিনদিন কেবল বৃষ্টি হয়ে চলেছে; কেবল হাসছে কেন?); 2 এইমাত্র, সবে (কেবল খেয়ে উঠেছি)। [সং. √ কেব্ + অল]। বি. কৈবল্য। ~ অব্য. ক্রি-বিণ. 1 শুধুই ('আমি কেবলই স্বপন করেছি বপন': রবীন্দ্র); 2 সবেমাত্র, এখুনি; 3 ক্রমাগত (কেবলই এক কথা বলে যাচ্ছে)। ~রাম দ্র কেবলা কৈবল্য [ kaibalya ] বি. 1 কাবলের ভাব [কেবল দ্র]; 2 মোক্ষ; 3 (যোগদর্শনে) চিত্তের ধর্ম-অধর্ম সংস্কার দগ্ধ হওয়ার ফলে প্রাকৃতির প্রভাব বা সংসার থেকে মুক্তি। [সং. কেবল + য]। ~. দায়িণী বি. (স্ত্রী.) (কৈবল্য দান করেন বলে) আদ্যাশক্তি, পরমা শক্তি, ঈশ্বরী। ~. ধাম বি. মোক্ষধাম অর্থাৎ স্বর্গ।

Processing time: 1.29 s