গভীর definitions

Bangla-Tangla Dictionary
গভীর – deep (eg, sleep)
Samsad Bengali-English Dictionary
গভীর [ gabhīra ] a deep; hollow (গভীর পাত্র); dense (গভীর বন); intense; thick (গভীর অন্ধকার); profound (গভীর পান্ডিত্য); far reaching, intricate, secret, esoteric (গভীর তত্ত্ব); far-advanced (গভীর রাত্রি); low-pitched, grave (গভীর স্বর). ☐ n. the inmost or deepest part, depth (মনের গভীরে). গভীরতা, গভীরত্ব n. depth; hollowness; density; intensity, thickness; profundity; intricacy; far advanced state; gravity, graveness. গভীর জলের মাছ n. a deep-water fish; (fig.) a very cunning and secretive person, a person whose designs or motives are too deep for divination. গভীর রাত্রে in the dead of night. গভীর শ্বসন deep breathing.
Samsad Bangla Abhidhan
গভীর [ gabhīra ] বিণ. 1 নিম্নে অর্থাৎ নীচের দিকে সুদূরবিস্তৃত (গভীর জল) ; 2 অতিনিম্ন (গভীর খাদ); 3 নিচু তলদেশবিশিষ্ট (গভীর পাত্র); 4 নিবিড়, গহন (গভীর বন); 5 প্রগাঢ় (গভীর চিন্তা, গভীর জ্ঞান); 6 দুর্গম, দুরধিগম্য, জটিল, দুর্বোধ্য (গভীর তত্ত্ব, গভীর ব্যাপার) ; 7 গম্ভীর (গভীর কণ্ঠ) ; 8 জমাট, ঘন (গভীর অন্ধকার)। ☐ বি. দুর্গম দূরবর্তী বা গোপন স্থান (মনের গভীরে)। [সং. √গম্ + ঈর, নি.]। বি. ~তা, ~ত্বগভীর জলের মাছ (আল.) অগাধ জলের মাছের মতো যাকে সহজে ধরাছোঁয়া যায় না; অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লোক।

Processing time: 1.25 s