জেতা definitions

Bangla-Tangla Dictionary
জেতা – to win

2nd person intimate present imperative tense of জেতানো:
জেতানো – to cause to win

Samsad Bengali-English Dictionary
জেতা2 [ jētā2 ] a one who has conquered or defeated or won, conquering, victorious, winning. ~নো v. to help or enable someone to conquer.
Samsad Bangla Abhidhan
জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ~নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে। জেতা1 [ jētā1 ] (-তৃ) বিণ. জয়ী, জয়কারী। [সং. √ জি + তৃ]। জেতা2, জেতানো [ jētā2, jētānō ] যথাক্রমে জিতা ও জিতানো -র চলিত রূপ।

Processing time: 1.25 s