দীর্ঘ definitions

Bangla-Tangla Dictionary
দীর্ঘ – long (eg, long i)
Samsad Bengali-English Dictionary
দীর্ঘ [ dīrgha ] a long (দীর্ঘ কেশ, দীর্ঘ পথ); tall (দীর্ঘ দেহ); much (দীর্ঘ সময়); prolonged, long-continuing (দীর্ঘ নিদ্রা, দীর্ঘায়ু); lengthy (দীর্ঘ কাহিনি); large; deep (দীর্ঘশ্বাস); (gr.) aspirate; (mus.) slow, protracted, sustained. দীর্ঘ করা v. to lengthen; to elongate. ~কায় a. tall-bod ied, tall. fem. দীর্ঘকায়া । ~কাল n. a long time. ~কাল ব্যাপী a. continuing for a long time. ~কেশ a. long-haired. fem. দীর্ঘকেশা, দীর্ঘকেশী । ~গ্রীব a. long-necked. ☐ n. the crane; the heron; the giraffe; the camel. ~চ্ছেদ n. (geom.) a longitudinal section. ~জিহ্ব a. long-tongued. ☐ n. the snake. ~জীবন n. long life. ~জীবিতা n. longevity. ~জীবী a. long-lived. fem. দীর্ঘজীবিনী । ~তপা a. one who has practised religious austerities for a long time. ~তা, ~ত্ব n. length; lengthi ness. ~দর্শী, ~দৃষ্টি a. far-sighted, prudent, wise, sagacious. fem. দীর্ঘদর্শিনী । ~দিন n. a long day; a long time. দেহী a. (usu. of a man) tall (দীর্ঘদেহী পুরুষ). ~নাশ a. long-nosed. ~নিদ্রা n. a long or long-continuing sleep. ~নিঃশ্বাস, ~নিশ্বাস, , same as দীর্ঘশ্বাস । ~পথ n. a long way. ~পদ n. a lengthy word. ~পাদ a. long-legged. ☐ n. the crane; the heron; the camel. ~বাহু, ~ভুজ a. long-armed. ~মাত্রা n. (pros.) a long metre; (mus.) a slow or protracted measure; a large amount or dose, a great deal (দীর্ঘমাত্রায় ঘুম). ~মেয়াদি a. long-term (দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দীর্ঘমেয়াদি ঋণ); on a long-term basis. ~রাত্রি n. a long night. ~রোমা a. long-haired; shaggy. ☐ n. the bear. ~শ্বাস n. a long and deep respiration, a sigh. দীর্ঘশ্বাস ফেলা v. to heave a sigh, to sigh. দীর্ঘশ্বাস নেওয়া v. to take a deep breath. ~সূত্র, ~সূত্রী a. dilatory, procrastinating; slothful; sluggish. ~সূত্রতা n. dilatoriness, procrastination; sloth; sluggishness. দীর্ঘসূত্রতা করা v. to procrastinate. ~স্থায়ী a. long-standing; long-drawn; existing for a long time. ~স্বর n. (gr.) a long or aspirate vowel; a long note. ☐ a. having a long note.
Samsad Bangla Abhidhan
দীর্ঘ [ dīrgha ] বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক. ও সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ~তা, দৈর্ঘ্য। ~গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। ☐ বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ~জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ~জীবিনী। ~তপা, (বর্জি.) ~তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ~দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ~দর্শিনী। ~নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ~নিঃশ্বাস, ~নিশ্বাস, ~শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ~পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। ☐ বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ~মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবৎ স্থায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ~রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। ☐ বি. ভল্লুক। ~সূত্র, ~সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ~সূত্রতা। ~স্থায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্থায়ী হয় এমন (দীর্ঘস্থায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্থায়ী; 3 দীর্ঘ ও প্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী।

Processing time: 1.3 s