নিজস্ব definitions

Bangla-Tangla Dictionary
নিজস্ব – one's own
Samsad Bengali-English Dictionary
নিজস্ব [ nijasba ] n one's own property. ☐ a. belonging to or devised by one's own self, own. নিজস্ব করা v. to appropriate to one self; to make one's own.
Samsad Bangla Abhidhan
নিজ [ nija ] বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। ☐ সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। ~কীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। ~ত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। ~মূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। ~স্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। ☐ বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা।

Processing time: 1.23 s