পথ definitions

Bangla-Tangla Dictionary
পথ – path
Samsad Bengali-English Dictionary
পথ [ patha ] n a passage, a path, a way, a road, a street, a route; doorway, an entrance; a mode or manner (সৎ পথে জীবনযাপন); a means, an expedient (মুক্তির পথ); range (দৃষ্টিপথ). অর্ধপথে মিলিত হওয়া to meet halfway; to compromise. পথ করা v. to make one's way; to make way. পথ চলা v. to travel on foot; to walk; to travel; (arch.) to wayfare. পথ চাওয়া v. to look forward to the coming of, to wait for or expect eagerly the coming of. পথ ছাড়া v. to get out of the way, to let one pass, to give one way, to make way for; to give up a way or practice (esp. a bad one). পথ জোড়া v. to block a way; to block one's way; to obstruct. পথ দেওয়া v. to make way for, to let one pass, to give one way. পথ দেখা v. to devise (ways and) means; to find a way out; (sarcas.) to go one's way, to depart; to find one's way. পথ দেখানো v. to show one the way; to guide; to lead the way; (sarcas.) to turn one out, to show one the door. পথ ধরা v. to follow a (particular) path; to adopt a (particular) method or practice; to set off, to depart, to take the road. পথ মাড়ানো v. to go or come by a particular way; (fig.) to associate with; (fig.) to come or go in the neighbourhood of. পথে আসা v. to yield, to submit; to follow the right track (at last). পথে কাঁটা দেওয়া v. (fig.) to block or obstruct a way. পথে বসা v. (fig.) to be utterly ruined or to be bankrupt, to have nothing to fall back on or to have none to turn to for support or help. পথে বসানো v. (fig.) to ruin utterly. পথের কাঁটা n. a thorn in one's side; (fig.) an obstacle, a hindrance. পথের কুকুর (fig.) a street beggar, (cp.) a street Arab. পথের পথিক a homeless person. এক পথের পথিক a fellow-traveller; (fig.) one who is in the same boat. ~কর n. a road-cess. পথের সাথি n. a companion in travel; a co-passenger. ~খরচ, ~খরচা n. travelling expenses; travelling allowance; (chiefly reli.) viaticum. ~চলতি a. passing by the way, passing (পথ চলতি গাড়ি); wayfaring (পথচলতি লোক); happening or experienced during wayfaring (পথচলতি ঘটনা). পথচলতি লোক same as পথচারী । ~চারী n. a wayfarer, a pedestrian, a passer-by. fem. পথচারিণী । ~চ্যুত same as পথভ্রষ্ট । ~পার্শ্ব n. wayside, road side. ~পার্শ্বস্থ a. wayside, roadside. ~প্রদর্শক a. showing one the way, leading the way, guiding or leading. ☐ n. a guide; a leader, a pioneer. ~প্রদর্শন n. act of showing one the way, guidance; act of leading the way. পথপ্রদর্শন করানো same as পথ দেখানো । ~প্রান্ত n. wayside, roadside; the end of a road, (cp.) roadhead. ~ভোলা, ~ভ্রষ্ট, ~ভ্রান্ত a. strayed, lost; failing to ascertain the right path; confused, nonplussed; guilty of moral or religious lapse, deviating from the path of righteousness. ~রোধ n. act of blocking a way, road block; act of obstructing (that makes movement difficult or impossible). ~শ্রম, পথের ক্লান্তি n. the exertion or exhaustion from travel, wayweariness. শ্রান্ত a. tired with constant walking, wayworn. ~হারা same as পথভ্রষ্ট ।
Samsad Bangla Abhidhan
পথ [ patha ] বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাৎ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ~কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ~কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ~খরচ, ~খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ~চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ~চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ~জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্থান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ~প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ~ভোলা, ~ভ্রষ্ট, ~ভ্রান্ত, ~হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ~মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ~শ্রম বি. পথে চলার কষ্ট। ~শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীন ও অনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী।

Processing time: 1.21 s