প্রকাশ definitions

Bangla-Tangla Dictionary
প্রকাশ – publication (+ করা = to publish), revelation
Samsad Bengali-English Dictionary
প্রকাশ [ prakāśa ] n revelation, exposition (রহস্য প্রকাশ, অর্থপ্রকাশ); demonstration, dis play, expression (দুঃখ প্রকাশ); suggestion, prognostication; appearance (আত্মপ্রকাশ); rise (সূর্যের প্রকাশ); efflo rescence, blooming (ফুলের প্রকাশ); publication (গ্রন্থপ্রকাশ); disclosure, divulgation, divulging (গুপ্তকথা প্রকাশ); ☐ a. revealed, transpired; (journ.) stated (প্রকাশ যে = it is stated that). প্রকাশ করা v. to reveal, to expose; to demonstrate, to display, to express; to suggest, to prognosticate; to cause to appear or rise or bloom; to declare, to announce; to publish; to disclose, to divulge. প্রকাশ পাওয়া, প্রকাশ হওয়া v. to be revealed or exposed; to transpire; to come to light; to appear; to rise; to bloom; to be published. প্রকাশক a. revealing, exposing; demonstrating, dis playing, expressing; suggesting; prognosticating; causing to appear or rise or bloom; declaring, announcing; publishing; disclosing, divulging. ☐ n. a revealer, an exposer; a demonstrator, a displayer, one who or that which ex presses or suggests; a prognosticator; one who or that which causes to appear or rise or bloom; a declarer, an announcer; one who discloses and divulges; a publisher (esp. of books). fem. প্রকাশিকা । প্রকাশক সংঘ n. publish ers' association or guild. প্রকাশন, প্রকাশনা n. publication (of books). ~নালয় n. a publishing house. ~নীয় a. that which can be or is to be revealed or demonstrated or published or disclosed; worth publishing. ~মান a. appearing, rising, blooming; in the state of being revealed or published. ~যোগ্য a. fit to be published; fit to be made public or open. প্রকাশিত a. revealed, exposed; transpired; demonstrated, displayed, expressed; suggested, prognosticated; risen, bloomed; declared, announced; published; disclosed, divulged; (journ.) stated. প্রকাশিতব্য a. that which is to be revealed or published; fit for or worthy of publication. প্রকাশ্য n. that which can be or is to be or will be revealed or demonstrated or suggested or announced or published; under publication; soon to be made known (ক্রমশ প্রকাশ্য); open to the public (প্রকাশ্য অধিবেশন); public (প্রকাশ্য স্থান); open (প্রকাশ্য আলোচনা). প্রকাশ্য দিবালোকে in broad daylight. প্রকাশ্যে, প্রকাশ্যত adv. publicly, into the open.
Samsad Bangla Abhidhan
প্রকাশ [ prakāśa ] বি. 1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ); 2 প্রচার (মহিমা প্রকাশ); 3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ); 4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ); 5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ); 6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ); 7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্থা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)। ☐ বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)। [সং. প্র + √ কাশ্ + অ]। ~ বিণ. প্রকাশকারী। ☐ বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা। ~, ~না বি. পুস্তকাদি প্রকাশিত করা। ~নীয় বিণ. প্রকাশের যোগ্য। ~মান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত। প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন। প্রকাশ্য বিণ. 1 প্রকাশযোগ্য; 2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য); 3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা); 4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)। প্রকাশ্য দিবালোকে ক্রি-বিণ. দিনের বেলায় এবং সকলের সামনে। প্রকাশ্যে, প্রকাশ্যত ক্রি-বিণ. সাধারণের সামনে।

Processing time: 2.28 s