ফাটা definitions

Bangla-Tangla Dictionary
ফাটা – to explode [example: নৌকার সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে বন্দরে আগুন লেগেছে।], to split, to burst

2nd person intimate present imperative tense of ফাটানো:
ফাটানো – to crack something open, to cause to burst

Samsad Bengali-English Dictionary
ফাটা [ phāṭā ] v to break into chinks, to crack, to split, to rend; to chap (হাত বা পা ফাটা) ; to burst; to explode; (of a boil etc.) to burst open. ☐ a. cracked, split, rent; chapped; unlucky, unfortunate (ফাটা বরাত = bad luck). ফাটানো v. to crack, to split, to rend; to burst; to explode; to burst open. ~ফাটি n. a scuffle with shedding of blood by both sides; a stiff affray; a rowdy quarrel. 2nd person intimate present imperative tense of ফাটানো: ফাটা [ phāṭā ] v to break into chinks, to crack, to split, to rend; to chap (হাত বা পা ফাটা) ; to burst; to explode; (of a boil etc.) to burst open. ☐ a. cracked, split, rent; chapped; unlucky, unfortunate (ফাটা বরাত = bad luck). ফাটানো v. to crack, to split, to rend; to burst; to explode; to burst open. ~ফাটি n. a scuffle with shedding of blood by both sides; a stiff affray; a rowdy quarrel.
Samsad Bangla Abhidhan
কাঠ [ kāṭha ] বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। ☐ বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ~কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ~কুড়ানি, ~কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ~খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ~খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ~গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ~গোলা বি. কাঠের আড়ত। ~গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ~ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ~ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ~পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ~ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ~বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ~বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ~বিড়ালী। ~মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। ফাট [ phāṭa ] বি. বিদারণ, ফাঁক, চিড় (কাঠে ফাট ধরেছে)। [ফাটা দ্র]। ~ বি. ফেটে যাওয়া। ~ বি. চিড়, ছিদ্র (দেওয়ালের ফাটল, সংসারে ফাটল, বন্ধুত্বে ফাটল)। ফাটা [ phāṭā ] ক্রি. 1 বিদীর্ণ হওয়া (বুক ফেটে যায়, 'দেখিয়া পরাণ ফাটে': চণ্ডী); 2 চিরে যাওয়া, চিড় খাওয়া (তক্তা ফাটা, ছাদ ফেটে জল পড়ে); 3 ফাটানো (দেওয়ালটা ফাটাচ্ছে কেন? চেঁচিয়ে আকাশ ফাটায়)। ☐ বিণ. বিদীর্ণ। ☐ বি. 1 বিদারণ; 2 বিদীর্ণ স্থান, ফাটল। [সং. √ স্ফট্ > বাং. √ ফাট্ + আ]। ফাটা কপাল বি. দুর্ভাগ্য। ~নো ক্রি. বি. বিদীর্ণ করা, ফাড়া। ☐ বিণ. বিদীর্ণ। ~ফাটি বি. পরস্পর মারামারি; প্রবল দ্বন্দ্ব (মাথা-ফাটাফাটি)। 2nd person intimate present imperative tense of ফাটানো: ফাটা [ phāṭā ] ক্রি. 1 বিদীর্ণ হওয়া (বুক ফেটে যায়, 'দেখিয়া পরাণ ফাটে': চণ্ডী); 2 চিরে যাওয়া, চিড় খাওয়া (তক্তা ফাটা, ছাদ ফেটে জল পড়ে); 3 ফাটানো (দেওয়ালটা ফাটাচ্ছে কেন? চেঁচিয়ে আকাশ ফাটায়)। ☐ বিণ. বিদীর্ণ। ☐ বি. 1 বিদারণ; 2 বিদীর্ণ স্থান, ফাটল। [সং. √ স্ফট্ > বাং. √ ফাট্ + আ]। ফাটা কপাল বি. দুর্ভাগ্য। ~নো ক্রি. বি. বিদীর্ণ করা, ফাড়া। ☐ বিণ. বিদীর্ণ। ~ফাটি বি. পরস্পর মারামারি; প্রবল দ্বন্দ্ব (মাথা-ফাটাফাটি)।

Processing time: 1.24 s