বাঁচা definitions

Bangla-Tangla Dictionary
বাঁচা – to live, to be saved, to be revived

2nd person intimate present imperative tense of বাঁচানো:
বাঁচানো – to save (eg, a life, money)

Samsad Bengali-English Dictionary
বাঁচা [ bān̐cā ] v to live, to keep alive; to subsist (বাঙালি ভাতে বাঁচে); to get back life, to be resuscitated, to revive (বিশল্যকরণীর গুণে লক্ষণ বাঁচলেন); to be saved or rescued or relieved; to remain unimpaired, to be kept up or maintained or protected (স্বাস্থ্য বাঁচা, মান বাঁচা); to es cape, avoid or to be spared (লোকসান বাঁচা, খরচ বাঁচা); to become surplus (ভোজের শেষে অনেক সন্দেশ বেঁচেছে). বাঁচানো v. to give back life, to resuscitate, to revive; to save or rescue or relieve; to keep up, to maintain, to protect; to es cape, to save, to cut, to curtail (খরচা বাঁচানো); to save from being consumed (খাবার বাঁচানো); to carry on, to maintain (চাকরি বাঁচানো). কারও পরে বেঁচে থাকা to outlive a person. কিছুর পরে বা কিছু এড়িয়ে বেঁচে থাকা to survive something.
Samsad Bangla Abhidhan
বাঁচন [ bān̐cana ] বি. 1 প্রাণধারণ (আমাদের মরণ বাঁচন সবই তাঁর হাতে); 2 জীবিত অবস্থা; 3 জীবন বা পুনর্জীবন লাভ; 4 নিষ্কৃতি লাভ। [বাঁচা দ্র]। বাঁচা [ bān̐cā ] ক্রি. বি. 1 প্রাণধারণ করা, জীবিত থাকা (বাঁচি বা মরি অন্যায়ের প্রতিবাদ করবই); 2 জীবন বা পুনর্জীবন লাভ করা (এবার বেঁচেছে, বারবার বাঁচবে না); 3 রক্ষা পাওয়া, নিষ্কৃতি বা শান্তি লাভ করা ('বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি': রবীন্দ্র; পুলিশ ওদেরই ধরল, তোমরা বেঁচে গেছ); 4 বজায় থাকা (মান বাঁচল); 5 ব্যয়িত না হওয়া (খরচ বেঁচেছে); 6 উদ্বৃত্ত হওয়া (এ মাসে কিছু টাকা বেঁচেছে, অনেকটা দই বেঁচে গেল); 7 বাঁচানো। [হি. √ বচ্ < সং. বঞ্চ্]। ~নো ক্রি. বি. 1 জীবন্ত করা, জীবন বা পুনর্জীবন দান করা (মরা মানুষ বাঁচানো যায় কি?; 2 রক্ষা করা (আপনি আমাকে এই বিপদে বাঁচান); 3 ছোঁয়াচ এড়ানো (স্পর্শ বাঁচিয়ে চলা); 4 এড়ানো (পরিশ্রম বাঁচানো, খরচ বাঁচানো); 5 উদ্বৃত্ত বা সঞ্চিত করা (টাকা বাঁচানো); 6 বজায় রাখা (চাকরি বাঁচানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। 2nd person intimate present imperative tense of বাঁচানো: বাঁচা [ bān̐cā ] ক্রি. বি. 1 প্রাণধারণ করা, জীবিত থাকা (বাঁচি বা মরি অন্যায়ের প্রতিবাদ করবই); 2 জীবন বা পুনর্জীবন লাভ করা (এবার বেঁচেছে, বারবার বাঁচবে না); 3 রক্ষা পাওয়া, নিষ্কৃতি বা শান্তি লাভ করা ('বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি': রবীন্দ্র; পুলিশ ওদেরই ধরল, তোমরা বেঁচে গেছ); 4 বজায় থাকা (মান বাঁচল); 5 ব্যয়িত না হওয়া (খরচ বেঁচেছে); 6 উদ্বৃত্ত হওয়া (এ মাসে কিছু টাকা বেঁচেছে, অনেকটা দই বেঁচে গেল); 7 বাঁচানো। [হি. √ বচ্ < সং. বঞ্চ্]। ~নো ক্রি. বি. 1 জীবন্ত করা, জীবন বা পুনর্জীবন দান করা (মরা মানুষ বাঁচানো যায় কি?; 2 রক্ষা করা (আপনি আমাকে এই বিপদে বাঁচান); 3 ছোঁয়াচ এড়ানো (স্পর্শ বাঁচিয়ে চলা); 4 এড়ানো (পরিশ্রম বাঁচানো, খরচ বাঁচানো); 5 উদ্বৃত্ত বা সঞ্চিত করা (টাকা বাঁচানো); 6 বজায় রাখা (চাকরি বাঁচানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 1.24 s