বাম definitions

Bangla-Tangla Dictionary
বাম – left (direction)
Samsad Bengali-English Dictionary
বাম2 [ bāma2 ] n the left; Shiva (শিব). ☐ a. left (বামপার্শ্ব); antipathetic (বিধি বাম); beautiful (বামলোচনা).
Samsad Bangla Abhidhan
বাম1 [ bāma1 ] দ্র বাঁও2 বাম2 [ bāma2 ] বি. 1 ডানদিকের বিপরীত, বাঁদিক; 2 শিব ('পতি মোর বাম': ভা. চ.)। ☐ বিণ. 1 বাঁ, দক্ষিণের; 2 প্রতিকূল, বিমুখ ('বিধি মোর বাম'); 3 সুন্দর, মনোহর (বামলোচনা)। [সং. √ বা + ম]। ~দেব বি. 1 শিব, মহাদেব; 2 মুনিবিশেষ। ~পন্থা বি. রাজনীতিতে প্রগতিবাদী মতবিশেষ। ~পন্থী বি. বিণ. উক্ত মতে বিশ্বাসী। বেঁয়ো [ bēm̐ẏō ] বিণ. বাঁহাত দিয়ে অধিকাংশ কাজ করে এমন, ন্যাটা। [বাম দ্র]।

Processing time: 1.86 s