সঙ্গে definitions

Bangla-Tangla Dictionary
সঙ্গে – with, (~ + ~ = immediately, ~ + ~ই = just as soon as)

locative of সঙ্গ:
সঙ্গ – company (the people around you)

Samsad Bengali-English Dictionary
সঙ্গে [ saṅgē ] prep in the company of; in possession of; together with, along with; (in comparison) with (তার সঙ্গে তুলনা). সঙ্গে সঙ্গে adv. (always) in the company of (সঙ্গে সঙ্গে থাকা); (always) in one's possession (সঙ্গে সঙ্গে রাখা); as soon as, no sooner than (সে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামল). locative of সঙ্গ: সঙ্গ [ saṅga ] n company, association. সঙ্গ করা v. to associate with. সঙ্গ দেওয়া v. to give one company. সঙ্গ পাওয়া v. to come in con tact of; to enjoy the company of.
Samsad Bangla Abhidhan
সঙ্গে [ saṅgē ] ক্রি-বিণ. অনু. অব্য. সহিত, সাথে (তার সঙ্গে যাচ্ছে, এর সঙ্গে তার তুলনা)। [সং. সঙ্গ + বাং. এ]। সঙ্গে সঙ্গে ক্রি-বিণ. 1 সর্বদা সঙ্গে (সঙ্গে সঙ্গে থেকো); 2 তৎক্ষণাৎ (সঙ্গে সঙ্গে বলে উঠল, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ফল)। locative of সঙ্গ: সঙ্গ [ saṅga ] বি. 1 মিলন, সংসর্গ ('অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ': রবীন্দ্র; সাধুসঙ্গ); 2 আসক্তি। [সং. √ সনজ্ + অ]। ~দোষ বি. কুসংসর্গজনিত চরিত্রদোষ। ~বিমুখ বিণ. একাকী থাকতে চায় এমন। ~হীন বিণ. নিঃসঙ্গ, একাকী। সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)। স্ত্রী. সঙ্গিনী locative of সঙ্গ: সঙ্গিনী, সঙ্গী [ saṅginī, saṅgī ] দ্র সঙ্গ

Processing time: 1.24 s