সাত definitions

Bangla-Tangla Dictionary
সাত – 7, seven
Samsad Bengali-English Dictionary
সাত [ sāta ] n. & a seven. সাত খুন মাফ (fig.) condonation of every failing or of fence, act of keeping one's eyes closed to all failings or offences of a particular person. esp. a favourite. সাত চড়ে রা না বেরোনো (fig.) the practice of taking every insult or oppression lying down, extreme meekness or inertia. সাত নকলে আসল খাস্তা (fig.) repeated imitation makes the original lose its identity. সাত সমুদ্র তেরো নদীর পার (in folk tales) a place where a human being can hardly go, (cp.) a place at the end of the world or beyond the corners of the world. সাতেও নেই পাঁচেও নেই (fig.) having no concern with, perfectly disinterested or aloof. সাতই n. the seventh day of a month, the seventh. ☐ a. (of the days of a month) seventh. ~কান্ড a. consisting of or divided into seven cantos; lengthy. ☐ adv. in detail, at great length (সাতকান্ড বলা বা শোনা). সাতকান্ড রামায়ণ (fig.) a lengthy or detailed narrative or account. ~চল্লিশ n. & a. forty-seven. ~জন্মে adv. (ever) in the long past or future. ~তাড়াতাড়ি adv. with an excessive haste, much too hastily. ~নরি a. having seven tiers or strings (সাতনরি হার). ~নলা a. seven-barrelled (সাতনলা বন্দুক). ~-পাঁচ a. many and diverse. ☐ adv. about this and that. (সাত-পাঁচ ভাবা). ~পুরুষ n. seven generations upwards or downwards; the long past or future. ~ষট্টি n. & a. sixty-seven. ~সকাল n. very early morning. ~সতেরো n. miscellany; a variety.
Samsad Bangla Abhidhan
সাত [ sāta ] বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ~ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্থ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্থানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্থানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাৎ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যে সংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্থান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ~তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ~নর, ~নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। ☐ সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ~নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ~প্যাঁচ বিণ. বিবিধ, নানা। ☐ বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাৎ। ~পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ~ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ~সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ~সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। সাতনর, সাতনরি, সাতনলা, সাতগাঁচ, সাতপুরুষ, সাতষট্টি, সাত-সতেরো [ sātanara, sātanari, sātanalā, sātagān̐ca, sātapuruṣa, sātaṣaṭṭi, sāta-satērō ] দ্র সাত

Processing time: 1.18 s