স্পষ্ট definitions

Bangla-Tangla Dictionary
স্পষ্ট – clear
Samsad Bengali-English Dictionary
স্পষ্ট [ spaṣṭa ] a clear; evident, manifest, obvious; express, explicit; positive, categorical; plain, outspoken. ☐ adv. clearly; evidently, manifestly., obviously; expressly, explicitly; positively; categorically; plainly, outspokenly. স্পষ্ট করা v. to clarify; to make clear or evident. স্পষ্টত adv. same as স্পষ্ট (adv.) ~বক্তা, ~বাদী, ~ভাষী a. plain-spoken, frank in speech, outspoken. ☐ n. an outspoken man. fem. ~বাদিনী, ~ভাষিণী । স্পষ্ট দিবালোক in broad daylight. ~বাদিতা, ~ভাষিতা n. outspokenness, plain speaking; frankness in speech. স্পষ্টাক্ষরে adv. in distinctly legible letters (of the alphabet); in plain words, in clear terms. expressly, categorically. স্পষ্টাস্পষ্টি a. very clear, express, categorical; out spoken. ☐ adv. very clearly, expressly, categorically; outspokenly; quite plainly. স্পষ্টীকৃত a. made clear; clarified, elucidated. স্পষ্টোচ্চারণ n. frankness in speech, outspokenness; speaking frankly.
Samsad Bangla Abhidhan
স্পষ্ট [ spaṣṭa ] বিণ. 1 পরিস্ফুট, ব্যক্ত, প্রকাশিত (স্পষ্ট হওয়া); 2 বিশদ (স্পষ্ট করে বলা); 3 কিছু গোপন নেই এমন, খোলাখুলি (স্পষ্ট কথা)। ☐ ক্রি-বিণ. 1 পরিস্ফুটভাবে, বিশদভাবে (স্পষ্ট জানা বা শোনা বা দেখা); 2 খোলাখুলি ভাবে (স্পষ্ট বলে দিয়ো)। [সং. √ স্পশ্ + ত]। ~, (বর্জি.) ~তঃ অব্য. স্পষ্টই বোঝা যায়। বি. ~তা। ~বক্তা (ক্তৃ), ~বাদী (দিন্), ~ভাষী (-ষিন্) বিণ. যে-ব্যক্তি মনের ভাব গোপন না করে খোলাখুলি বলে, মুখফোড়। স্ত্রী. ~বাদিনী, ~ভাষিণী। বি. ~বাদিতা, ~ভাষিতাস্পষ্টাক্ষরে ক্রি-বিণ. সহজবোধ্য অক্ষরে; (আল.) স্পষ্টভাবে। স্পষ্টা-স্পষ্টি বিণ. অতিশয় স্পষ্ট; খোলাখুলি (স্পষ্টাস্পষ্টি কথা)। ☐ ক্রি-বিণ. খোলাখুলিভাবে, স্পষ্ট করে (স্পষ্টাস্পষ্টি বলা)। স্পষ্টী-কৃত বিণ. স্পষ্ট করা হয়েছে এমন। স্পষ্টাচ্চারণ বি. স্পষ্টভাবে উচ্চারণ করা বা বলা।

Processing time: 1.19 s