আগ্নেয়াস্ত্র definitions

Bangla-Tangla Dictionary
আগ্নেয়াস্ত্র – firearm
Samsad Bengali-English Dictionary
আগ্নেয় [ āgnēẏa ] a of fire; impregnated with fire; emitting or producing fire; produced by fire; igneous, fiery. ~গিরি, ~পর্বত n. a volcano. জীবন্ত আগ্নেয়গিরি an active volcano. মৃত আগ্নেয়গিরি an extinct volcano. সুপ্ত আগ্নেয়গিরি a dormant volcano. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত volcanic eruption. আগ্নেয়গিরির মুখ a crater. ~প্রস্তর, ~শিলা n. igneous rock. আগ্নেয়াস্ত্র n. fire-arm(s).
Samsad Bangla Abhidhan
আগ্নেয় [ āgnēẏa ] বিণ. 1 আগুনসম্বন্ধীয়; 2 অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি); 3 আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র); 4 আগুনের তাপে গলে গিয়ে উৎপন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)। [সং. অগ্নি + এয়]। ~গিরি বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano. আগ্নেয়াস্ত্র বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উৎপন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র।

Processing time: 1.31 s