আচরণ definitions

Bangla-Tangla Dictionary
আচরণ – behavior
Samsad Bengali-English Dictionary
আচরণ [ ācaraṇa ] n conduct, behaviour; dealing, treatment; practice, observance. আচরণ করা v. to behave; to deal (with), to act (towards); to practise. ~বিধি n. code of conduct, rules for conduct or behaviour or dealing. আচরনীয় a. fit for use; that which is to be practised or observed.
Samsad Bangla Abhidhan
আচরণ [ ācaraṇa ] বি. 1 ব্যবহার, চালচলন; 2 পালন, অনুষ্ঠান (ধর্মাচরণ, পাপাচরণ)। [সং. আ + √ চর্ + অন]। ~বিধি বি. চালচলনের বা মেনে চলার জন্য নিয়মাবলি। আচরণীয় বিণ. 1 আচরণের যোগ্য; ব্যবহার্য; 2 অনুষ্ঠান বা পালন করার যোগ্য। আচরিত বিণ. আচরণ করা হয়েছে এমন। আচার2 [ ācāra2 ] বি. 1 অনুষ্ঠান, পালন; 2 প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার); 3 শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম); 4 সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]। ~নিষ্ঠা বি. আচার মেনে চলা। বিণ. ~নিষ্ঠ। ~বান, ~বান্ বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। স্ত্রী. ~বতী। ~বিচার বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন। ~ভ্রষ্ট বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী। আচারী (-রিন্) বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন। আচরণীয় দ্র আচরণ

Processing time: 1.22 s