আচার definitions

Bangla-Tangla Dictionary
আচার – conduct, manners (~-ব্যবহার = manners and behavior)
Samsad Bengali-English Dictionary
আচার1 [ ācāra1 ] n sauce; pickle. আমের আচার pick led slices of mango, mango pickles or preserves. আচার2 [ ācāra2 ] n religious or scriptural rules or prescriptions, rites; observance of these rules and prescriptions; conduct, behaviour; custom, practice (দেশাচার); good manners or conduct. ~চ্যুত a. same as ~ভ্রষ্ট । ~নিষ্ঠ, ~পরায়ণ, ~বান a. observant of religious or scriptural rules and prescriptions; well-mannered; observant of the rules of con duct. আচারনিষ্ঠ ব্যক্তি a person with due regard for rituals and religious practices; a ritualist. ~বিরুদ্ধ a. contrary to custom or practice. ~ব্যবহার, ~বিচার n. established customs and practices; conduct and behaviour. ~ভ্রষ্ট a. one who has failed to observe or does not observe prescribed religious or scriptural rites. ~হীন a. not observing religious or scriptural rites; impious. আচারী same as ~নিষ্ঠ ।
Samsad Bangla Abhidhan
আচার1 [ ācāra1 ] বি. টক ঝাল তেল ইত্যাদি সহযোগে তৈরি মুখরোচক চাটনিজাতীয় খাবার, sauce. [পো. achar. ফা. আচার]। আচার2 [ ācāra2 ] বি. 1 অনুষ্ঠান, পালন; 2 প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার); 3 শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম); 4 সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]। ~নিষ্ঠা বি. আচার মেনে চলা। বিণ. ~নিষ্ঠ। ~বান, ~বান্ বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। স্ত্রী. ~বতী। ~বিচার বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন। ~ভ্রষ্ট বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী। আচারী (-রিন্) বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন। আচরণীয় দ্র আচরণ

Processing time: 1.38 s